১০০ মজার ধাঁধা ( পর্ব-১১)
ধাঁধাঁর ৫১.
উপর থেকে এলে পাখি
সাদা কাপড় পরে।
ভোজনে বসলে পাখি
মাছ ধরে মারে।
উঃ—বক।
ধাঁধাঁর ৫২.
উপর থেকে এলো পাখি,
শন শন করে।
মরা পাখী কিন্তু,
ধান খায় কড়মড় করে।
উঃ—ঢেকি।
ধাঁধাঁর ৫৩.
উপর হতে পড়লো বুড়ি,
কাথা কম্বল লয়ে।
ভাসতে ভাসতে যায় বুড়ি
কানাই নগর দিয়ে।
উঃ—তাল।
ধাঁধাঁর ৫৪.
উত্তর-দক্ষিণ-পূর্ব-পশ্চিম
দালান বাড়ি কোঠা।
ভাত শালিকে বলে গেলো,
ফলের আগায় পাতা।
উঃ—আনারস।
ধাঁধাঁর ৫৫.
উলটা দেশের আজব কথা,
সত্য কিন্তু বটে,
পেট দিয়ে সে আহার করে,
মাথা দিয়ে চাঁটে।
উঃ—গর্ভস্থ সন্তান।
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.