আর না ঘুরে
জোকস-১ঃ
স্বামী: ঢুকছে?
স্বামী: ঢুকছে?
স্ত্রী: হুম্
স্বামী: ব্যাথা পাও?
স্ত্রী: না
স্বামী: ভালো লাগছে?
স্ত্রী: হুম্
স্বামী: তাহলে চলো, আর না ঘুরে এই জুতাটাই কিনি।
জোকস-২ঃ
সাংবাদিক: আপনার বইয়ের বিক্রি কেমন?
লেখক: একটি মাত্র বানান ভুলের কারণে সারাদিনে ১ হাজারের জায়গায় ১ লাখ বই বিক্রি হয়েছে! ভাবা যায়!
সাংবাদিক: বইটির নাম কী ছিল?
লেখক: ‘হাউ টু চেঞ্জ ইউর লাইফ?’ কিন্তু, ভুলবশত লেখা হয়েছিল ‘হাউ টু চেঞ্জ ইউর ওয়াইফ?’
স্ত্রী: হুম্
স্বামী: তাহলে চলো, আর না ঘুরে এই জুতাটাই কিনি।
জোকস-২ঃ
সাংবাদিক: আপনার বইয়ের বিক্রি কেমন?
লেখক: একটি মাত্র বানান ভুলের কারণে সারাদিনে ১ হাজারের জায়গায় ১ লাখ বই বিক্রি হয়েছে! ভাবা যায়!
সাংবাদিক: বইটির নাম কী ছিল?
লেখক: ‘হাউ টু চেঞ্জ ইউর লাইফ?’ কিন্তু, ভুলবশত লেখা হয়েছিল ‘হাউ টু চেঞ্জ ইউর ওয়াইফ?’
জোকস-৩ঃ বস: বল দেখি, মাতাল আর সাপের মধ্যে মিল কোথায়?
পিন্টু: স্যার, দিনভর দু’জনে যতই এঁকেবেঁকে চলুক না কেন- ঘরে ফেরার বেলায় নিজের বাড়ি ঠিকই চিনে নেয়।
জোকস-৪ঃ একটি ফ্যাশন হাউসের সেলসম্যান হিসেবে ইন্টারভিউ দিতে গিয়ে-
প্রশ্নকর্তা: সাজগোজ করতে গিয়ে ওয়ারড্রব খুলে প্রত্যেক নারীর কমন একটি সমস্যা হয়, বলতে পারেন কী সমস্যা হয়?
প্রার্থী: তা হচ্ছে- পরার মতো ভালো কিছু নেই। তবে ভেতরে কাপড় রাখার আর জায়গাও নেই- তাও সত্য।
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.