নিজস্ব কক্ষপথে যেতে আরও এক সপ্তাহ লাগবে
বঙ্গবন্ধু স্যাটেলাইট- ১ এর নেটওয়ার্ক প্রকৌশলী তাজুল ইসলাম জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার লাউঞ্জিং প্যাড থেকে বঙ্গব্ন্ধু স্যাটেলাইট উৎক্ষেপনের পর যখন কক্ষ পথে পৌছায় এর ৪০ মিনিট পরই সংকেত পায় ইটালি, কান এবং গাজীপুরে স্হাপিত গ্রাউন্ড স্টেশন।
স্যাটেলাইটটি তার নিজস্ব কক্ষপথে অর্থাৎ ১১৯.১ দ্রাঘিমাংশে পৌঁছাতে আরো ৭/৮ দিন সময় লাগবে এবং গ্রাউন্ড স্টেশনে পুরোদমে কাজ শুরু করতে আরো তিন মাস সময় লাগবে।
স্যাটেলাইটি সচল আছে এবং এখন পর্যন্ত এর কোন সমস্যা দেখা যায়নি। ৩৬ হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে এটি তার নির্ধারিত স্হানে পৌঁছবে।
যুক্তরাষ্ট্র, ইটালি এবং কোরিয়ার ল্যান্ডিং স্টেশনের প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর অবস্থান জানতে পারছে গাজীপুরের গ্রাউন্ড স্টেশন।
গাজীপুরের বঙ্গবন্ধু স্যাটেলাইট প্রাইমারি গ্রাউন্ড স্টেশনের ব্যবস্থাপক (স্যাটেলাইট প্রকৌশলী) মো. নাসিরুজ্জামান জানান, ‘এ মুহূর্তে আমরা একটি টেলিমেট্রি সংকেত পাচ্ছি। কিন্তু সেটি সরাসরি নয়, ফ্রান্সের কান থেকে বিপিএনার মাধ্যমে। স্যাটেলাইটটি আগামী ১২ দিন ফ্রান্সের কান থেকে নিয়ন্ত্রণ করা হবে। ১২ দিন পর গাজীপুর ও বেতবুনিয়া থেকে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।’
এর আগে সকল অপেক্ষার অবসান ঘটিয়ে গত শুক্রবার বাংলাদেশ সময় রাত ২টা ১৪ মিনিটে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ মহাকাশে নির্ধারিত কক্ষপথে পৌঁছে দিতে যাত্রা শুরু করে। এই ঐতিহাসিক যাত্রার মাধ্যমে বিশ্বের স্যাটেলাইট শক্তিধর দেশের তালিকায় ৫৭ তম দেশ হিসেবে যুক্ত হয়েছে বাংলাদেশ।
প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের নেতৃত্বে বাংলাদেশের একটি প্রতিনিধিদল স্যাটেলাইট উৎক্ষেপণ প্রত্যক্ষ করেন। ফ্লোরিডার স্বচ্ছ আকাশে প্রায় সাত মিনিট স্যাটেলাইটটি দেখা যায়।
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.