✽ পড়ুন উপকার আপনারই হবে ✽
জ্বর বা ব্যথা উপশমের জন্য আমাদের দেশের সর্বাধিক প্রচলিত যে ওষুধ তার নাম প্যারাসিটামল। বিভিন্ন ফারমাসিউটিক্যাল এটিকে বিভিন্নভাবে নামকরণ করে। কেউ নাপা,
কেউ বা এইস আবার কেউ পাইরালজিন। জ্বর ও ব্যথার ওষুধ প্যারাসিটামল সম্পর্কে আমাদের জানার পরিধি আরও কিছুটা বাড়ালে সবার উপকার হবে। মুড়ির মতো খাবেন না প্যারাসিটামল প্যারাসিটামল ঔষুধ গুলো আমরা প্রায়ই মুড়ির মতো খাই। জ্বর জ্বর লাগছে, ঠাণ্ডা লেগেছে, কথায় কথায় গিলে ফেললাম একটা নাপা! একটু মাথাব্যথা, পেটব্যথা, কি দাঁত ব্যথা করছে, সমস্যা নেই একটা প্যারাসিটামল খেয়ে ফেললাম, ব্যাস! অনেকেই জানে না, অতি সহজলভ্য এ ওষুধটি কতটা ক্ষতিকর। আমাদের দেশে আমরা ১টি প্যারাসিটামল ট্যাবলেট সাধারণত ৫০০ মিলিগ্রাম খেয়ে থাকি। কিন্তু আপনি কি জানেন যদি ১ দিনে ২০০০ মিলিগ্রাম বা ৪টি নাপার বেশি যদি আপনি খান তাহলে পরিপাকতন্ত্রের ওপর কতটা ক্ষতি হতে পারে? এমনকি পাকস্থলী থেকে রক্তক্ষরণের ঘটনাও ঘটতে পারে!! অথচ আমরা বলা নেই কওয়া নেই এ ওষুধ খেয়ে নিজের ক্ষতি করছি!১২০০০ মিলিগ্রাম বা ২৪টি ট্যাবলেট ১ দিনের মধ্যে খেলে রোগীর বেঁচে থাকার সম্ভাবনা নেই বললেই চলে।
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.