সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    ‘টাকার গাছ’!


    শিরোনাম দেখে অবাক হচ্ছেন? ভাবছেন টাকার গাছ আবার কিভাবে সম্ভব। আসলে ব্যাপারটি তা নয়, এই গাছ থেকে ফলের মতো টাকা বের হয়না।  এই গাছের নাম ক্র্যাসুল্লা। এটিকে আক্ষরিক অর্থে টাকার গাছ বলা হয়েছে। কিন্তু এই গাছ বাড়িতে যত্ন সহকারে রাখলে স্বাস্থ্যের জন্য উপকারি।

    এই গাছের পাতা মোটা,  চকচকে এবং মসৃণ। সবুজের শেডে গাছটিকে কয়েকদিন রাখার পর বাদামী রঙের হয়ে যায়। এই গাছটি নিজের বাগানে রাখতে খুব বেশি পরিচর্যার প্রয়োজন পড়ে না।  কিন্তু একটু বড় টবে রাখলে এই গাছটি তরতর করে বড় হতে থাক। সুর্যের আলো পড়লে এই গাছ আরো তাড়াতাড়ি বাড়ে। তবে বেশি পানি দিলে হিতে বিপরীত হবে। বরং একবার পানি দেওয়ার পর মাটি শুকালে তবেই আবার  গাছটিতে পানি দিতে হবে।
    চীনের এক ধর্মগুরুর মতে, এই চারা গাছ ঘরে ঢোকার সময় ডানদিকে লাগানো উচিত। মানসিক ও শারিরিক দুই ভাবেই শক্তিশালী করে এই ক্র্যাসুল্লা গাছ।
    Earn bitcoin, bitcoin, dollar, earn bit coin with browse, bit coin earning, free bitcoin, get free bit coin, online bit con, bit coin earning, bit coin, bit coin, bit coin,money tree, money, online money, get online money, online get free money, online free, online money free, online fee money, money free, free online money, online free dollar, online free dollar, online dollar free, free online dollar, dollar earning, PTC, GTC, PTC Earning, online pct site, online gtc, online ptc site, Crassulla, Crassulla tree, Crassulla treatment, Crassulla benefit

    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !