সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    তুরস্কের অত্যাধুনিক সমরাস্ত্র ‘কোবরা-২’




    ‘কোবরা-২’ তুরস্কের  অস্ত্র ও সামরিক সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠান ‘ওটোকার’ নির্মিত অত্যাধুনিক সাঁজোয়া যান।  সাঁজোয়া যানটি তুরস্কের নিজস্ব প্রযুক্তিতে নির্মাণ করেছে প্রতিষ্ঠানটি। সামরিক ঘাঁটি ও সামরিক অভিযানে থাকা সৈন্যদের কাছে গোলাবারুদ, জ্বালানি, খাদ্য ও পানি নিরাপদে পৌঁছানোর জন্য অত্যাধুনিক এই সাঁজোয়া যান ব্যবহৃত হবে। এটি উচ্চমানের সামরিক রণকৌশল বাস্তবায়নের উপযুক্ত এবং আড়াই টন গোলাবারুদ বহন করতে সক্ষম। এই সাঁজোয়া যানটি দিন বা রাত্রীকালীন অভিযান, সমতল ও পার্বত্য ভূখণ্ড, প্রতিকূল আবহাওয়ায়ও ব্যবহার উপযোগী।
    উচ্চগতিসম্পন্ন এই সামরিক যানটি শহর ও গ্রামে উভয় জায়গাতেই ব্যবহার করা যায়। তা ছাড়া উপযুক্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি এই সাঁজোয়া যান নিজের আত্মরক্ষায় স্বয়ংক্রিয়ভাবে গুলি করার ক্ষমতাসম্পন্ন এবং এতে শত্রুর বিমান আক্রমণ প্রতিহত করার সরঞ্জামও সংযোজন করা হয়েছে। এটি ঘণ্টায় ১১০ কিলোমিটার বেগে চলতে পারে এবং এর পাল্লা ৭০০ কিলোমিটার। এটি দিয়ে ১২০ মিলিমিটারের মর্টারের পাশাপাশি ৫.৫৬ ও ৭.৬২ মিলিমিটারের কামানও চালানো যায়।
    Arms of Turkey, Latest Weapon of Turkey, Turkey, kobra-2, Cobra-2,Turkey defence agency, Turkey defense authority,Turkey latest arms updates. Earn bitcoin, bitcoin, dollar, earn bit coin with browse, bit coin earning, free bitcoin, get free bit coin, online bit con, bit coin earning, bit coin, bit coin, bit coin,money tree, money, online money, get online money, online get free money, online free, online money free, online fee money, money free, free online money, online free dollar, online free dollar, online dollar free, free online dollar, dollar earning, PTC, GTC, PTC Earning, online pct site, online gtc, online ptc site

    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !