সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    France vs Croatia world cup 2018 Final prediction

    যেভাবে ফাইনালের মঞ্চে ক্রোয়েশিয়া-ফ্রান্স

    সম্প্রতি এক সাক্ষাৎকারে বাংলাদেশী ইঞ্জিঃ অাশিক মাহমুদ শুভ এর সাথে কথা বলার পর জানা গেল কিছু অবাক করা তথ্য। তিনি নাকি কিছু কিছু ব্যপারে অাগে থেকে তিনি বলতে পারেন বলে জানা যায়। তিনি অাগে থেকেই নাকি কিছু জিনিস দেখেত পান।  
    In a recent interview, after talking to Bangladeshi Engr. AshiQue Mahmud Shuvo, some strange information was revealed. He can know something about the situation before it will happen. He got to see some things in advance.

    যেমন- তার প্রথম স্ত্রী নাকি তাকে ছেড়ে চলে যাবে, তা তিনি যাওয়ার ৩ মাস আগে থেকেই জানতেন। বলা হল তবে কেন যেতে দিলেন যদি অাগে থেকে জানতেন। তিনি বলেন, অামার প্রথম স্ত্রী অামার প্রাণ ছিল। অামি দেখেছি সে অামার ঘরের ফেনের সাথে কাল কাপড় পড়ে অাত্মহত্যা করে ঝুলে অাছে। তাই ভাবলাম, চলে গেলে যাক না কিন্তু  বেঁচে থাকবে। তাই বাধা দেই নি। 
    For example, he knew from his first wife or he would leave him 3 months before she left. It was asked why he would have known if she had left. He said that my first wife was my life, my soul. I saw her in  black clothes hanging herself with the fan  of my Room. So I thought, if I let her to go then she will alive. So I did not stopped her.

    সারা বিশ্বের সবাইকে চমকে দিয়ে মস্কোর লুজনিকি স্টেডিয়ামে আগামী ১৫ জুলাই মুখোমুখি হবে ফ্রান্স ও ক্রোয়েশিয়া। বিশ্বের বিভিন্ন ভবিষ্যৎ বক্তারা  এ ব্যাপারে বিভিন্ন ভবিষ্যৎ বানী করেছেন। এই ভবিষ্যৎ বানীর উপর নির্ভর করে অনেকে কোটি কোটি টাকা betting করছেন। 

    Everyone will be surprised at the Luzniki Stadium in Moscow on 15 July for France and Croatia. Different future speakers of the world have made different predictions about this. Many people are betting billions of money depending on this future monk.

    তাই অামরাও এ ব্যাপারে  জানতে চাই ইঞ্জিঃ অাশিক মাহমুদ শুভ কাছে। তিনি বলেন, অামি জানি এবারের বিশ্বকাপ ফুটবলের জয়ী দলের নাম। এবার কোন দল জয়ী হবে তা নিয়ে এতো চিন্তার কিছু নেই। এবার বিশ্ব কাপ ফুটবল এর চূড়ান্ত বিজয়ী দল মানে ২০১৮ সালের ফুটবলের জয়ী দল হবে ক্রোয়েশিয়া।
    So, we also want to know about  the World Cup football 2018 to the Engr. AshiQue Mahmud Shuvo He said, I know the name of the World Cup winning team this year. There is nothing to worry about which party will win. This year's 2018 the World Cup football's final winner will be Croatia's football team.

    ২০১৮ সালের ফুটবলের জয়ী দল ক্রোয়েশিয়াকে  ইঞ্জিঃ অাশিক মাহমুদ শুভ পক্ষ থেকে অাগাম শুভেচ্ছা। 
    Congratulations to the winner of the World Cup Football 2018, advance wishes on behalf of Engr. AshiQue Mahmud Shuvo to the winner team Croatia.

    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !