সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    তাজমহলকে ৩ বার বিক্রি করেছিলেন যে ব্যক্তি! / The person who sold the Taj Mahal 3 times!



    The name is his ntobralal. The real name is Mithilesh Kumar Srivastava. His birth in the village of Siwan in Bihar, Bihar, India. Professional in business Ustad Natbarlal to make a special sign of the special people. Taj Mahal was sold three times in the Nautabar craft. Not only that, he had sold the entire parliament building including 545 MPs.
    নাম তার নটবরলাল। আসল নাম মিথিলেশ কুমার শ্রীবাস্তব। ভারতের বিহারের সিওয়ানের বাংরা গ্রামে জন্ম তার। পেশায় আইনজীবী। বিশেষ বিশেষ ব্যক্তিদের সই জাল করতে ওস্তাদ নটবরলাল। অার সেই নটবরের কূটকৌশলে তিনবার বিক্রি হয়েছিল তাজমহল। শুধু তাই নয়, ৫৪৫ জন সংসদ সদস্যসহ গোটা সংসদ ভবনই বিক্রি করে দিয়েছিলেন তিনি।

    Hundreds of huge police forces in 8 states have been found to be trapped in at least 100 cheating and fraud cases. Natarbalaal fled from jail after being arrested He never sold the cheat business, but he sold the Taj Mahal three times in a row. Although the name of the buyer has never been publicly revealed. Likewise, 'Lalkilla' was sold 'by his hand'. Millions of millions of people have been trapped in the trap of deceit only by the people of the craft.
    অন্তত ১০০টি প্রতারণা ও জোচ্চুরির মামলায় তাকে হন্যে হয়ে খুঁজেছে ৮টি রাজ্যের বিশাল পুলিশ বাহিনী। আটক হওয়ার পর জেল ভেঙেও পালিয়ে গেছেন নটবরলাল। লোক ঠকানোর ব্যবসায় একবার নয়, পরপর তিনবার তাজমহলকে বিক্রি করে দেন তিনি। যদিও ক্রেতার নাম কখনোই প্রকাশ্যে আসেনি। একইভাবে তার হাত দিয়ে ‘বিক্রি’ হয়েছিল লালকেল্লা। লক্ষ লক্ষ টাকা আয় করেছেন কেবল কূটবুদ্ধিতে মানুষকে প্রতারণার জালে আটকে ফেলে।



    Natarbalal was sentenced to 113 years in different cases. Although caught nine times, he could not be arrested. He has run away frequently.
    নটবরলালকে বিভিন্ন মামলায় ১১৩ বছর সাজা দেওয়া হয়। নয়বার ধরা পড়লেও তাকে আটকে রাখা যায়নি। বার বার পালিয়ে গেছেন তিনি


    Natarbalaal was caught in the last 1996. Then she is 84 years old. He got permission to stay in the hospital pretending to be ill. Ntobar escaped from jail to wheelchair hospital No one else saw him again. Family claims have died Natarbar Although the police could not believe it. However, Mithilesh Kumar Srivastav alias Natwarlal did not get lost from the discussion. The deceased, the police, crime science - is pronounced everywhere, the name of Nattabar, the legend. 
    সর্বশেষ ১৯৯৬ সালে ধরা পড়েছিলেন নটবরলাল। তখন তার বয়স ৮৪ বছর। অসুস্থতার ভান করে হাসপাতালে থাকার অনুমতি জোগাড় করেন তিনি। জেল থেকে হুইল চেয়ারে হাসপাতাল যাওয়ার মাঝেই পালিয়ে যান নটবর। এরপর তাকে আর কেউ দেখেনি। পরিবারের দাবি মৃত্যু হয়েছে নটবরের। যদিও কথাটা বিশ্বাস করতে পারেনি পুলিশ। তবে আলোচনা থেকে হারিয়ে যায়নি মিথিলেশ কুমার শ্রীবাস্তব ওরফে নটবরলাল। প্রতারিতরা, পুলিশ, অপরাধ বিজ্ঞান- সবখানেই উচ্চারিত হয় ঠগের রাজা নটবরের নাম।

    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !