সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    ধাঁধা



    ১) পাঁচ অহ্মরে ইংরেজী নাম, সবার ঘরে আছে, প্রথম অহ্মর ছেড়ে দিলে সবার মাথা আছে, প্রথম ও দ্ধিতীয় অহ্মর বাদ দিলে সর্বএ আছে । কি ?
    উত্তর: চেয়ার (Chair)
    ২) পাখি নই তবু আমি পাখি! ডিম পাড়িনা সন্তান জন্ম দিয়ে থাকি! বলুনতো আমি কে?
    উত্তর: বাদুড়।
    ৩) গাছের নাম আলিমাখা। এক এক ডাকে এক এক পাতা।
    উত্তর: কলাগাছ।
    ৪) গাছ নাই আছে পাতা। মুখ নাই বলে কথা।
    উত্তর: বই।

    ৫) ইংরেজিতে বাদ্য, বাংলায় খাদ্য
    কিবা সেই ফল, চট করে বল।
    উত্তর: বেল
    ৬) আট পায়ে চলি আমি,
    চার পায়ে বসি।
    কুমির নই, বাঘ তো নই
    আস্ত মানুষ কিন্তু গিলি।
    উত্তর: পালকি।
    ৭) আট চালা ঘর তার,
    একটিই খুঁটি
    ঘর বন্ধ করতে হলে
    তার টিপতে হয় টুটি।
    উত্তর: ছাতা।
    ৮) আদি স্থানে একুশ দিয়ে
    পাঁচ অংকের সংখ্যা ভাই।
    চার দিয়ে করলে গুণ
    উল্টে যায় সংখ্যাটাই।
    উত্তর: ২১৯৭৮
    ৯) ‘কোট কাচারিতে বিচার শুনি,
    জন্ম আমার বনে।
    সবাই আমার পেটে বসে,
    কষ্ট পাই না মনে।’
    উত্তরঃ চেয়ার
    ১০) ‘কথা যদি বলি আমি,
    তোমরা মনে রাখো।
    কথার উল্টা পড়লে
    তোমরা পাবে থাক।’
    উত্তরঃ কথা
    ১১) ‘কোমর ধরে শুইয়ে দাও কাজ যা করার করে নাও।’
    উত্তরঃ শিল নোড়া
    ১২) ‘কোন শহরে খুলতে মানা, তোমার কী আছে জানা।

    উত্তরঃ খুলনা


    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !