'শয়তান'র চেয়ে শক্তিশালী 'অ্যাভানগার্ড' হাইপারসনিক ক্ষেপণাস্ত্র বানিয়েছে রাশিয়া
বিশ্ব জানে যে রাশিয়া হল অাধুনিক অস্ত্রর সুতিকাগার, ভয়ঙ্কর সব অত্যাধুনিক অস্ত্রের অরিজিন হল রাশিয়া। রাশিয়া স্মার্ট মিসাইল ও নতুন অস্ত্র তৈরির শিল্পে প্রতিদ্বন্দ্বী দেশগুলোর চেয়ে কয়েক বছর অথবা কয়েক দশক এগিয়ে রয়েছে। আধুনিক অস্ত্র ও স্মার্চ মিসাইল গুলো রাশিয়ার সামরিক সক্ষমতাকে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। আমাদের কিছু কিছু সমরাস্ত্র সিস্টেম প্রতিদ্বন্দ্বী দেশগুলোর চেয়ে কয়েক বছর অথবা কয়েক দশক এগিয়ে রয়েছে। রাশিয়ার তৈরী নতুন এই 'অ্যাভানগার্ড' হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের কথা তুলে ধরেন যা শব্দের চেয়ে বিশ গুণ দ্রুত গতিতে চলে। এই ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুর দিকে ছুটে যাওয়ার সময় আবহমণ্ডলে দিক ও উচ্চতা পরিবর্তন করতে পারে বলে তা যে কোনো ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা বা বিমান প্রতিরক্ষা-ব্যবস্থার জন্য চরম অভেদ্য বা ধরা-ছোঁয়ার বাইরে থাকে বলে পুতিন জানান।
রাশিয়ার তৈরী এই নতুন আন্তঃমহাদেশীয় 'অ্যাভানগার্ড' হাইপারসনিক ক্ষেপণাস্ত্র যা দশটিরও বেশি পরমাণু অস্ত্র বহন করতে সক্ষম এবং ২২০ টন ওজনের এই ক্ষেপণাস্ত্র পৃথিবীর যে কোনো স্থানে সফল ভাবে আঘাত হানতে পারে। তাছাড়া 'সারমাট' নামের স্মার্ট আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র সোভিয়েত যুগের রুশ 'ভয়েভোডা' নামক আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের চেয়েও বেশি শক্তিশালী। 'ভয়েভোডা'-কে বিশ্বের সবচেয়ে শক্তিশালী আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র বলে মনে করা হত এবং পাশ্চাত্যে একে বলা হয় 'স্যাটান' বা শয়তান।
তাই রাশিয়ার তৈরী এই নতুন আন্তঃমহাদেশীয় 'অ্যাভানগার্ড' হাইপারসনিক ক্ষেপণাস্ত্র রাশিয়ার চির প্রতিদ্বন্দ্বী মার্কিন যুক্তরাষ্ট্র ও তা মিত্র তথা ন্যাটো জোটের মহা চিন্তার কারণ হয়ে দাড়িয়েছে।
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.