কাজাকিস্তান
কাজাকিস্তান হল মধ্য এশিয়া ও ইউরোপের একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র। এটি বিশ্বের নবম বৃহত্তম রাষ্ট্র এবং বৃহত্তম স্থলবেষ্টিত রাষ্ট্র। এর আয়তন পশ্চিম ইউরোপের আয়তনের সমতুল্য। এর উত্তরে রাশিয়া, পূর্বে গণচীন, দক্ষিণে কিরগিজস্তান, উজবেকিস্তান ও তুর্কমেনিস্তান এবং পশ্চিমে কাস্পিয়ান সাগর ও রাশিয়া। কাজাখস্তান প্রায় সম্পূর্ণভাবে এশিয়া মহাদেশে অবস্থিত। তবে দেশটির কিয়দংশ উরাল নদীর পশ্চিমে ইউরোপ মহাদেশে পড়েছে। দেশের উত্তর অংশে অবস্থিত আস্তানা শহর দেশটির রাজধানী। 'কাজাখ' ভাষা কাজাখস্তানের সরকারি ভাষা।
খ্রিষ্টীয় পাঁচ শতকে তার্কি ও ইরান থেকে বহু মানুষ এ দেশে গিয়ে স্থায়ী বসবাস শুরু করে। এ দেশের উপর দিয়েই এশিয়া ও ইউরোপের মধ্যে বাণিজ্য হতো বিখ্যাত 'সিল্ক রোড'-এর মধ্য দিয়ে। ১৩ শতকে মোঙ্গলরা এখানে রাজত্ব শুরু করে। ১৬ শতক পর্যন্ত মোঙ্গলরা বিনা বাধায় এখানে রাজত্ব করে। উনিশ শতক থেকে রাশিয়া এ দেশ দখল করে এবং কাজাখস্তানে জারের রাজত্ব শুরু হয়। দুই বিশ্বযুদ্ধের পরও রাজনৈতিকভাবে রাশিয়ার দখলেই থাকে দেশটি। সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেলে ১৯৯১ সালের ১৬ ডিসেম্বর রাশিয়া থেকে সম্পূর্ণ স্বাধীন হয় দেশটি। স্বাধীনতার পর থেকে দেশটিতে রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা বিদ্যমান। ১৯৯৫ সালে একটি নতুন সংবিধান প্রণয়ন করা হয়, যাতে রাষ্ট্রপতিকে একচ্ছত্র ক্ষমতা দেওয়া হয়। কাজাকিস্তানের রাজনীতি একটি রাষ্ট্রপতি শাসিত প্রজাতন্ত্র কাঠামোয় সংঘটিত হয়। রাষ্ট্রপতি হলেন রাষ্ট্রের প্রধান। সরকার প্রধান রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত হন। রাষ্ট্রের নির্বাহী ক্ষমতা সরকারের ওপর ন্যস্ত। আইন প্রণয়নের ক্ষমতা সরকার এবং দ্বিকক্ষ আইনসভা উভয়ের ওপর ন্যস্ত। এ দেশের ৭০ শতাংশ মানুষই মুসলিম ধর্মে বিশ্বাসী।
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.