সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    গগনচুম্বী অট্টালিকায় জলপ্রপাত!

    গগনচুম্বী অট্টালিকায় জলপ্রপাত

    বেশ কয়েকটি কৃত্রিম সৌন্দর্য তৈরি করে বিশ্বকে চমক দিয়েছে দুবাই। এবার দুবাইকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে চীন। প্রায় ৩৫০ ফুট উঁচু একটি কৃত্রিম জলপ্রপাত তৈরি করেছে দেশটি।
    Image result for waterfall in buildings

    চীনের গিয়াং শহরের লিবিয়ান বিল্ডিংয়ে জলপ্রপাতটি তৈরি হয়েছে। ভবনটির উচ্চতা প্রায় ৩৫০ ফুট। তার গা বেয়েই নামছে এ জলধারা। পর্যটন শিল্পের প্রসার বাড়াতে জলপ্রপাতটি তৈরি করেছে গিঝু লুডিয়া নামের একটি কোম্পানি। চীনের বাসিন্দাদের কাছে এ বহুতল ভবনটি ওয়াটার ফল নামে পরিচিত। ভবনটির ছাদে চারটি ১৮৫ কিলোওয়াটের পাম্প বসানো হয়েছে।একে ইট-পাথরের শহরে প্রকৃতির ছোঁয়া বলা যেতে পারে। চারটি বড় পাম্প দিন-রাত কাজ করছে। বিপুল পরিমাণ বিদ্যুৎ খরচ হলেও বিশ্বকে চমকে দেয়ার মতোই ঘটনা এটা।
    জানা গেছে, এ জলপ্রপাত প্রতিদিন চালু থাকে না। বিশেষ উৎসবের সময় ১০ থেকে ২০ মিনিট চালু করা হয় পাম্প। বৃষ্টির জলও জমিয়ে রাখা হয় বহুতলের ট্যাঙ্কে। দু’বছর আগে এ জলপ্রপাত তৈরি করা হয়। কিন্তু সম্প্রতি তা বিশ্বের নজরে আসে।

    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !