প্যারাকিট প্রজাতির পাখির প্রতিদিনের খাবার
বাজেরিগার, ককাটেল, লাভ বার্ড, টিয়া, রোজেলা(Rosella), কনূর(Conure), আফ্রিকান গ্রে প্যারট(Grey Parrot) প্রভৃতি পাখির প্রতিদিনের খাবার তালিকাঃ
: পাখির প্রতিদিনের খাবার –
১| সীডমিক্স
২| যেকোনো ১টি শাক / পাতা : পালং / কলমি /পুদিনাপাতা / সজনেপাতা / নিমপাতা / লালশাক / ধনেপাতাইত্যাদি
৩| যেকোনো ১টি সবজি : এসপারাগাস/ ব্রকোলি/ বরবটি/বাধা কপি/মিষ্টি কুমড়া/ ঝিঙ্গা / চিচিঙ্গা/শসা/সজনে ডাটা /মটরশুটি/সীম/ সীম এর বিচি/ কাচা পেপে/ পটল/ ঢেঁড়শ
৪| যেকোনো ১টি ফল:আপেল / স্ট্রবেরি/ ফুটি / তরমুজ/ পেপে/ নাশপাতি/ পেয়ারা /কামরাঙ্গা/ আমড়া
৫| কাটল ফিশবোন্ (সাগরের ফেনা)
৬| ফুটানো এবং ফিল্টার করা টাটকা পানি : সকালে ১ বার & সন্ধায় ১ বার বদলে দিবেন
৭| সজনে পাতা – সাপ্তাহিক 2 দিন (এতে প্রচুর পরিমানে ক্যালসিয়াম , প্রোটিন, সব রকমের ভিটামিন ও মিনারেল আছে)
৮| অঙ্কুরিতবীজ – সাপ্তাহিক ২ দিন
৯|সেদ্ধবুটের ডাল – সাপ্তাহিক২দিন
১০|শুকনোকুমড়োবীজ – সাপ্তাহিক২দিন
১১|ঘৃতকুমারীটুকরা – সাপ্তাহিক২দিন
১২| সপ্তাহে ১ বার অথবা চিকিত্সার প্রয়োজন অনুযায়ী – তুলসী দ্রবণ (ঠান্ডায়), aloe vera/ঘৃতকুমারী দ্রবণ (গরমে, হজম & পালকের সমস্যায়)| সকাল থেকে ৬ ঘন্টা রেখে এরপর বদলে দিয়ে সাধারণ পানি দিবেন|
*শাক সবজি ফল দেয়ার আগে সব সময় বড়একবাটি পানিতে ভাল মত ডলে ধুবেন ৩ বার|
*ফল দেয়ার আগে বিচি ফেলে দিবেন|
শাক সবজি
- এসপারাগাস (বাংলায় শতমূলী)
- ব্রকোলি
- গাজর
- বরবটি
- সবুজ শাক সবজি (বাধা কপি, পালং শাক, কলমি শাক, লেটুস পাতা প্রভৃতি)
- মটর
- মরিচ(যেকোনো রঙ সবুজ কিংবা লাল)
- মিষ্টি কুমড়া
- ঝিঙ্গা / চিচিঙ্গা
- শসা
ফল
- আপেল
- কলা
- জাম জাতীয় রসালো ফল(ব্ল্যাক বেরি/ কালো জাম , ব্লুবেরি,ক্রানবেরি,রাজবেরি,স্ট্রবেরি)
- ফুটি / খরমুজ
- চেরি ফল
- আঙ্গুর
- লেবু
- আম
- তরমুজ
- কমলা
- পেপে
- পিচ
- নাশপাতি
- পেয়ারা
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.