সুতানালি সাপ বা কালনাগিনী সাপ
লখিন্দরের নিশ্ছিদ্র লোহার বাসরঘরে প্রবেশকারী সাপ হিসেবে উল্লেখ হয়েছে কালনাগিনী সাপের কথা। কিন্তু বাস্তবে বিজ্ঞান বলে কালনাগিনী সাপ একেবারেই নির্বিষ!
কালনাগিনীর বৈজ্ঞানিক নাম Chrysopelea ornate. সেক্ষেত্রে সুতানালি সাপের কথাই লোকমুখে প্রচলিত। শুধু শ্বাস নেওয়ার প্রয়োজনে ছোট্ট সুঁচের মতো একটি মাত্র ছিদ্র দিয়ে ঢুকেছিল সে সুতানালি সাপ। এ সাপটিকে বলা হয় লাউডগা সাপ (Ahaetulla nasutus)। এটি সরু, চিকন, লম্বা, মাথার অগ্রভাগ সুঁচাল একদম সবুজ সাপ। এটি দেশের সর্বত্র পাওয়া যায়। এর বিষ যে খুব মারাত্মক তাও নয়। তবে কালনাগিনী বা সুতানালি সাপের বিষের তীব্রতা নিয়ে যতটা লোকমুখে প্রচলিত বাস্তবে হুবহু সেটা ঠিক নয়।
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.