সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    সবুজ ফণীমনসা সাপ


    সবুজ ফণীমনসা ডিম দিয়েছে

    সবুজ ফণীমনসা সাপ। নামটি শুনলেই মনের মধ্যে একটা ভয় লেগে যায়। আর এই দীর্ঘ লম্বা সবুজ সাপটি নিজ চোখে দেখলে সেই ভয় আরও কয়েক গুণ বেড়ে যায়। সাপের মতো তার ডিমগুলোও বেশ লম্বা। ফণীমনসার ইংরেজি নাম (Green Cat Snake) আর বৈজ্ঞানিক নাম (Boiga cyanea)।কটি প্রাপ্তবয়স্ক সবুজ ফণীমনসা সাপ লম্বায় গড়ে ১১০-১৩০ সেন্টিমিটার হয়ে থাকে। এরা নিশাচর সাপ। সবুজ ফণীমনসা বাংলাদেশ ছাড়াও ভারত, চীন, ভিয়েতনাম, থাইল্যান্ড, মিয়ানমারের বনাঞ্চলে পাওয়া যায়। এরা মূলত টিকটিকি জাতীয় প্রাণী, ব্যাঙ, ইঁদুর খেয়ে জীবন ধারণ করে থাকে। এরা গাছে চড়তে পারদর্শী। প্রজননের ৪০ দির পর এরা ডিম দিয়ে থাকে। ডিম দেখতে লম্বাটে। রং সাদা। ডিম ফুটে বাচ্চা বের হতে সময় লাগে ৭৫ থেকে ৯০ দিন। বাংলাদেশের উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্ব বনে এদের বেশি দেখা যায়। সবুজ ফণীমনসাকে অনেক সময় মানুষ বিষাক্ত পিট ভাইপার সাপ মনে করে মেরে ফেলে।



    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !