সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    বঙ্গবন্ধু হাইটেক সিটি




    ঢাকা থেকে ৪০ কিলোমিটার দূরে বঙ্গবন্ধু হাইটেক সিটির ৩৫৫ একর জমির মধ্যে ২৩২ একরকে ৫টি ব্লকে ভাগ করে বাংলাদেশ টেকনোসিটিকে ৩ নম্বর ব্লকে ৪০ একর এবং সামিট টেকনোপলিসকে ২ নম্বর ব্লকে ৬২ একর এবং ৫ নম্বর ব্লকে ২৯ একর জমিতে অবকাঠামো উন্নয়নের কাজ দেওয়া হয়েছে। এ দু’টি প্রতিষ্ঠান মোট ২৩৩ দশমিক ৫৯ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে এবং এসব ব্লকগলোতে মাল্টিটেনেন্ট বিল্ডিং, শিল্প এলাকা, কনভেনশন সেন্টার, হোটেল, হেলিপ্যাড, শিল্প এলাকা, ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট ইত্যাদি নির্মাণ করবে।


    বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ সূত্র জানায়, গাজীপুরের কালিয়াকৈর হাইটেক পার্কের নাম পরিবর্তন করে বঙ্গবন্ধু হাইটেক সিটি করা হয়েছে।বঙ্গবন্ধু হাইটেক সিটি হবে বিশ্বমানের এবং এটি হবে আইসিটি খাতের প্রাণ। এখানে উৎপাদিত হার্ডওয়্যার ও সফটওয়্যার পণ্য বিশ্বের বিভিন্ন দেশে রফতানি করা হবে।বঙ্গবন্ধু হাইটেক সিটি হবে বিশ্বমানের এবং এটি হবে আইসিটি খাতের প্রাণ। এখানে উৎপাদিত হার্ডওয়্যার ও সফটওয়্যার পণ্য বিশ্বের বিভিন্ন দেশে রফতানি করা হবে। ইতোমধ্যে এই পার্ক থেকে আইটি পণ্য রপতানি হতে শুরু হয়েছে। শিগগিরই এখানে ল্যাপটপসহ বিভিন্ন হার্ডওয়্যার পণ্য উৎপাদিত হবে।

    বঙ্গবন্ধু হাইটেক সিটিতে বিনিয়োগের জন্য একটি নির্দিষ্ট সময় পর্যন্ত ট্যাক্স হলিডেসহ বিশেষ প্রণোদনা ঘোষণা করেছে সরকার। পার্কটি নির্মিত হলে এখানে প্রায় ৭০ হাজার মানুষের কর্মসংস্থান হবে। 


    বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, শুরু থেকেই ঢাকা টু কালিয়াকৈর শাটল রেল সার্ভিস চালুর জন্য চেষ্টা করে আসছে হাইটেক পার্ক কর্তৃপক্ষ। এবার ঢাকার সাথে যোগাযোগকে অারোও সহজতর করতে গাজীপুরের কালিয়াকৈরে স্থাপিত দেশের প্রথম হাইটেক পার্ক ‘বঙ্গবন্ধু হাইটেক সিটি’র সঙ্গে যোগাযোগ সহজ করার লক্ষ্যে চালু হচ্ছে ট্রেন সার্ভিস।এর মাধ্যমে বিনিয়োগকারীরা খুব সহজে এবং অল্প সময়ে ঢাকা থেকে যাতায়াত করতে পারবেন। ফলে হাইটেক পার্কটি খুব দ্রুত কর্মচঞ্চল হয়ে উঠবে বলে আশা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।দুটি ট্রেন দৈনিক চারবার ঢাকা থেকে কালিয়াকৈর যাতায়াত করবে। ‘বঙ্গবন্ধু হাইটেক সিটি কমিউটার ট্রেন-১’ এবং ‘বঙ্গবন্ধু হাইটেক সিটি কমিউটার ট্রেন-২’ নামে ট্রেন দুটি খুব শিগগিরই চালু হবে। ইতোমধ্যে, যাত্রীদের সুবিধার্থে কালিয়াকৈরে একটি আধুনিক রেলস্টেশন নির্মাণ শেষ হয়েছে।



    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !