ইয়ামী গৌতম
ইয়ামি গৌতম (হিন্দি: यामी गौतम) (জন্ম নভেম্বর ২৮, ১৯৮৮) একজন ভারতীয় চলচ্চিত্রঅভিনেত্রী যিনি ভারতের পাঞ্জাবি, তামিল, তেলুগু, মালয়ালম, কন্নড় এবং হিন্দি ভাষার চলচ্চিত্রে অভিনয় করেছেন। তিনি পরিচালক মুকেশ গৌতমের কন্যা এবং সুরেলি গৌতমের বোন।
গৌতম প্রাথমিকভাবে ভারতীয় টেলিভিশন বাণিজ্যিক এবং সোপ অপেরা যেমন চান্দ কে পার চালো (২০০৮), রাজকুমার আরিয়ান (২০০৮), উয়ে পেয়ার না হোগা কাম (২০০৯) এবং মীথি চোরি ন. ১ (২০১০) ইত্যাদি ধারাবাহিকে অভিনয় করেছেন।।
স্থানীয় নাম | यामी गौतम |
---|---|
জন্ম | ২৮ নভেম্বর ১৯৮৮ বিলাসপুর, হিমাচল প্রদেশ, ভারত |
বাসস্থান | চন্ডিগড়, পাঞ্জাব, ভারত |
জাতীয়তা | ভারতীয় |
জাতিসত্তা | ভারতীয় |
যে শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রী | পঞ্জাব বিশ্ববিদ্যালয় |
পেশা | অভিনেত্রী |
কার্যকাল | ২০০৮–বর্তমান |
আদি শহর | চন্ডিগড় |
উচ্চতা | ৫ ফুট ৫ ইঞ্চি (১.৬৫ মিটার) |
ওজন | ৫৫ কিলোগ্রাম (১২১ পা) |
পিতা-মাতা | মুকেশ গৌতম (বাবা) সুরেলি গৌতম (বোন) |
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.