ভারতের তৈরি হবে শক্তিশালী ‘হার্মাস ৯০০’
যেখানে নরেন্দ্র মোদী সরকার দেশে ড্রোন ওড়ানোর জন্য ১ ডিসেম্বর থেকে অনলাইন রেজিস্ট্রেশন শুরু করে দিয়েছে, সেখানেই হায়দরাবাদে ড্রোন(UAV) তৈরির প্রথম প্রাইভেট ফ্যাক্টরির সূচণা হয়েছে ১৪ ডিসেম্বর৷
সূত্রের খবর, হায়দরাবাদে আদানি এয়ারোস্পেসে এই ফ্যাক্টরি, আদানি গ্রুপ এবং ইজরায়েলি কোম্পানি এলিবিট সিস্টেম যৌথভাবে তৈরি করেছে৷ ৫০ হাজার বর্গ ফিট এলাকাজুড়ে রয়েছে এই ফ্যাক্টরি৷ এখানে দেশের জন্য এবং আন্তর্জাতিক ক্ষেত্রে রপতানির জন্য হার্মাস ৯০০ নামের ইউএভি তৈরি হবে৷
ইজরায়েলি কোম্পানি এলিবিট সিস্টেমের প্রধান বেজেলেল মাচিলিস এই বিষয়ে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জানান, বিশ্বে সবথেকে উন্নতমানের ইউএভি সিস্টেম হল এই হার্মাস ৯০০৷
এই উদ্যোগটি সফল হবে বলে আশাবাদী এই ইজরায়েলি কোম্পানি৷ উল্লেখ্য, এই প্লান্টের উদ্বোধন করেন তেলেঙ্গানার স্বরাষ্ট্রমন্ত্রী মহম্মদ মেহমুদ আলি৷
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.