সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    ভারতের মতো ইট দিয়ে বাড়ি করা নিষিদ্ধের চিন্তা করা উচিৎ


    ভারতে নিষিদ্ধ হতে পারে ইট দিয়ে বাড়ি তৈরি


    ভারতে দূষণ রোধে অভিনব পদক্ষেপ নিতে যাচ্ছে দেশটির কেন্দ্রীয় সরকার। নিষিদ্ধ করা হচ্ছে পোড়া মাটির ইট দিয়ে বাড়ি তৈরি! 
    সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে ভারতীয় গণমাধ্যম জি-নিউজ কেন্দ্রীয় আবাসন ও নগরোন্নয়ন দফতর সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, পোড়া মাটির ইটের বদলে কী ব্যবহার করা যায় তা নিয়ে চিন্তা-ভাবনা করা হচ্ছে।
    কেন্দ্রীয় কর্মকর্তারা জানিয়েছেন, পোড়া মাটির ইট তৈরিতে ইটভাটায় প্রচুর কয়লা ব্যবহৃত হয়। আর এর ফলেই দূষণ ছড়ায়। তাই দূষণ রোধে পোড়ামাটির ইট ব্যবহারে লাগাম টানা প্রয়োজন। এক্ষেত্রে বিকল্প কী হতে পারে তা নিয়ে চিন্তা-ভাবনা করা হচ্ছে।ভারতে কেন্দ্রীয় পূর্ত দফতরের একজন কর্মকর্তা জানিয়েছেন, বর্তমানে দূষণহীন ইট তৈরির অনেক পদ্ধতি আছে। বর্জ্যপদার্থ ব্যবহার করেও ইট তৈরি হচ্ছে। আমরা সেদিকে যাওয়ার চিন্তা-ভাবনা করছি। সেক্ষত্রে প্রথমে কেন্দ্রীয় প্রকল্পগুলোতে বন্ধ হবে পোড়া মাটির ইটের ব্যবহার।
    এই ব্যাপারে সংশ্লিষ্ট সব বিভাগের শীর্ষ কর্মকর্তাদের আগামী ১১ ডিসেম্বরের মধ্যে রিপোর্ট জমা দিতে নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান তারা।ইটভাটার দূষণ নিয়ে গত অক্টোবরেই দুশ্চিন্তা প্রকাশ করেন ভারতীয় সুপ্রিম কোর্ট। তখন দূষণ কমাতে ভাটাগুলোকে আধুনিক প্রযুক্তি ব্যবহারের নির্দেশ দেয়া হয়।
    ভারতের জন সংখ্যা প্রায় ১৩০ কোটি মানে বাংলাদেশ থেকে প্রায় ৭.৫ গুন বেশি। অার ভারতের অায়তর বাংলাদেশের  ২৩ গুণ।ভারতে আবাসন নিয়ে সমস্যা বাংলাদেশ থেকে বেশি মনে হলেও বিশালতার কারণে তা অাসলে নগন্য। অার তাই অামাদের এখনই এই অাবাসন সম্পর্কিত সমস্যা গুলো নিয়ে গভীর ভাবে ভাবতে হবে। দূষণ অার দখলে অাজ দেশ প্রায় চারণ ভূমি, ধান ক্ষেত, বিল, নদী, বন-জঙ্গল অাজ বিলূপ্তির পথে। বাংলার অাকাশ বাতাসকে তাই দূষণ মুক্ত করতে সরকার ও সংশ্লিষ্ট সকলকে এই নিয়ে চিন্তা ভাবনা করতে হবে। অার দূষণ কমাতে পোড়া ইটের বিকল্প হিসেবে অন্য কিছু ব্যবহারের শুরুটা এখান থেকেই করতে হবে। নয়তো সেদিন অার বেশি দেরি নয় যখন অাকাশ থাকবে সেখানে থাকবে না কোন পাখি।পাখির কলতানে অার ঘুম ভাঙ্গবেনা। শোনা যাবে না কোকিলের সুরেলা কন্ঠ, পাখির কিচির মিচির শব্দ।

    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !