সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    নর পিসাচের অারেক নাম যুবরাজ বিন সালমান

    Image result for killer mohammed bin salman with sword

    নমরুদ, ফেরাউন, হামান, সান্দাত, এরিয়েল শেরন, নেতা নেয়াহুর নাম মনে হলেই অামরা বলতে পারি যে এরা গণহত্যার সাথে সরাসরি জরিত বা এরই গণহত্যার নেতৃত্ব দান কারী ব্যক্তি। এদের পর এ স্বৈরাচারী খুনির তালিকায় নিজের নাম লেখিয়েছেন সৌদি কাউন প্রিন্স বিন সালমান। 
    বিন সালমান বা এমবিএস এর পাশবিকতা সর্ব জামানার গণহত্যাকারীদের ছাড়িয়ে গেছে। নিজেকে ইয়াজিদের মত নির্দোষ বলে সে জাহির করে। বাস্তবে তার অার শিকারী হায়েনার মধ্যে কোন পার্থক্য নেই। 

    হায়েনা যেসন জীবিত প্রাণিকে শিকার করে মরার অাগেই জীবিত খেতে শুরু করে, তেমনি নর পশু বিন সালমানের হুকুমে তার অনুগর বাহিনী সাংবাদিক জামান খাশোগি জীবিত অবস্থায় খন্ড খন্ড করে হত্যা করে ও ব্যাগে ভরে লাশ গুম কর। 

    এই এমবিএস বা জানোয়ার বিন সালমান তার নামের সাথে এক মহান ব্যক্তির নামের প্রতিও সম্মান দেখায়নি। নামের কারণেও তার এসব থেকে বিরত থাকা উচিত। ইতি মধ্যেই নেটে ভাইরাল হয়েছে যে, এমবিএস কিম কারদেশিনয়নকে ৬৪ কোটি টাকা দিয়ে তার সাথে সেক্স করার প্রস্তাব করেছিলেন। যা কিম কারদেশিয়ানের স্বামী সংবাদমাধ্যমকে জানিয়েছেন। 

    নারী, মদ, জুয়া ছাড়াও এ জানোয়ার নির্যাতনে সর্বকালের ইহুদি, খ্রিষ্টান বা মুনাফিন  শাষকদের কে ছাড়িয়ে গেছে। পৃথিবীর ইতিহাস বলে, যারাই এভাবে বর্বরতা করেছে তাদের পরিনতি কঠিন ও চরম অপমানিত হয়ে তারা মৃত্যু বরণ করেছে।
    ক্রাউন প্রিন্স  এমবিএস এর দোষর হল ইসরাইলের হত্যাকারী বাহিনী ও ইসরাইল সরকার, সে নিজ উদ্যোগে সিনেমা হল চালু করেছেন। সংস্কার ও দূর্নীতিবিরোধী অভিযানের নামে অসংখ্যা সুনাম ধন্য সৌদি নাগরিককে অপদস্ত করেছেন। তার নীতি হল ইসরাইল তার দখলি ভূমির অধিকার রক্ষায় নির্বিচারে গণহত্যা করতে পারে। নিরিহ ইয়েমেনের মানুষকে বোমা ফেলে হত্যা করা যায়।
    তার প্রিয় পছন্দ অনৈসলামিক কার্যকলাপ, শত শত বছর ধরে যা সৌদি অারবে নিষিদ্ধ সে সব কাজ এই জানেয়ার অাবার প্রবর্তন করছে। 

    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !