Monday, March 3.

সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

বিশাল ভোটের ব্যবধানে টেরেসা মে'র ব্রেক্সিট চুক্তি প্রত্যাখ্যান

.com/blogger_img_proxy/
                                                   ব্রিটেনের প্রধানমন্ত্রী টেরেসা মে


২৩০ ভোটের বিশাল ভোটের ব্যবধানে ব্রিটেনের প্রধানমন্ত্রী টেরেসা মে'র ব্রেক্সিট চুক্তিটি নাকচ করে দিয়েছেন ব্রিটিশ এমপিরা। যার ফলে এই প্রথম দেশটির কোন ক্ষমতাসীন সরকার পার্লামেন্টে এত বড় পরাজয়ের মুখোমুখি হলো।
চুক্তিটি বাতিলের পক্ষে ৪৩২জন সংসদ সদস্য ভোট দিয়েছেন। আর প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন ২০২জন। উল্লেখ্য, ওই চুক্তিতে আগামী ২৯শে মার্চের মধ্যে ইউরোপিয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়ার শর্ত নির্ধারণ করা হয়েছিল।
লেবার পার্টি নেতা জেরেমি করবিন এখন সরকারের ওপর একটি অনাস্থা প্রস্তাব উত্থাপন করেছেন, যা দেশটিতে একটি সাধারণ নির্বাচনে গড়াতে পারে বলেই ধারণা করা হচ্ছে। এদিকে, টেরেসা মে জানিয়েছেন, এই প্রস্তাবের বিষয়ে বুধবার তিনি বিতর্কে অংশ নিতে পারেন।

No comments

If you have any doubt, please let me know that with your valuable comments.

পৃষ্ঠা

সর্বশেষ খবর

COVID-19 থেকে বাঁচার উপায় !

CovidUpdated1