সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    ‘বিসর্জন দিতে কী পাকিস্তানে যাবে…’ প্রশ্ন অমিত শাহের



    মহরম এবং দূর্গাপুজোর বিসর্জন একসঙ্গে করতে চায়নি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন৷ বিষয়টি নিয়ে জলঘোলা কম হয়নি৷ সেই সময় রাজ্যে বিষয়টি নিয়ে সব থেকে বেশি মুখর হয়েছিল হিন্দুত্ববাদী সংগঠনগুলি৷ পরে মাঠে নামে বিজেপিও৷ তবে রাজনৈতিকভাবে বিজেপি যে দূর্গাপূজার বিসর্জনের ইস্যুটি জলে ভাসিয়ে দেয়নি – তা মঙ্গলবার দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহের বক্তব্য থেকেই বোঝা গিয়েছে৷

    এদিন অমিত বলেন, ‘‘এই রাজ্যে দূর্গাপুজোর বিসর্জনের ‘পারমিশন’নেই? বিসর্জন দিতে কী পাকিস্তানে যাবে? এই রাজ্যে সরস্বতী পুজোর ‘পারমিশন’নেই? বসন্ত পঞ্চমীতে সরস্বতী পূজা দেহ মনকে সমৃদ্ধ করে৷’’


    তবে পুজোর কথাতেই থেমে থাকেননি অমিত৷ গরু চুরি, গরু পাচার নিয়েও সরব হয়েছেন৷ বলেছেন, ‘‘বাংলায় মোদী সরকার এলে গরু চুরির ঘটনা আর একটাও ঘটকে না৷ গরু পাচার বন্ধ হবে৷’’ স্থানীয় সূত্রে খবর, মালদহের সাহাপুর বাইপাসে ৪০ বিঘা জমিতে প্রায় দেড় লক্ষ জনতা অমিত শাহের বক্তব্য সুনতে এসেছিলেন৷
    নিজের বক্তব্যে অমিত বলেছেন, ‘‘কলকাতায় ব্রিগেডের জনসভায় সবাই মোদী মোদী করছিল৷ মমতা দিদির মুখেও মোদী মোদী শুনলাম৷ কিন্তু কেউ ভারত মায়ের জয় বলল না৷ ওই মঞ্চেই ৯জন প্রধানমন্ত্রীর পদপ্রার্থী বসে ছিল৷’’ তাঁর আরও বক্তব্য, ‘‘২০-২৫ জন নেতা এক সঙগ্গে হাত তুলে মোদী হটাতে পারবেন না৷ দেশের এক কোটি জনতা মোদীর পাশে৷ দেশ মজবুর সরকার চায় না৷ মজবুত সরকার চায়৷ ভারতে মজবুত সরকার দেখলে পাকিস্তানের দাঁত নড়ে যায়৷
    সূত্র- কলকাতা ২৪

    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !