সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    দিনাজপুরে বাল্যবিবাহ পড়ানোর অপরাধে ইমামের কারাদণ্ড



    দিনাজপুরের বিরামপুরে মাদরাসা পড়ুয়া এক ছাত্রীর বাল্যবিয়ে পড়ানোর অপরাধে হাফেজ মোশারফ হোসেন নামের এক মসজিদের ইমামকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

    আজ মঙ্গলবার দুপুরে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাজমুন নাহার এই আদেশ দেন। দুপুরেই ওই ইমামকে দিনাজপুর কারাগারে পাঠানো হয়। হাফেজ মোশারফ হোসেন দিনাজপুরে জেলার ফুলবাড়ি উপজেলার মিরপুর গ্রামের মৃত তফিল উদ্দীনের ছেলে।

    বিরামপুর থানার ওসি মনিরুজ্জান বলেন, উপজেলার কুন্দনগ্রামের মকলেছার রহমানের মাদরাসা পড়ুয়া মেয়ের (১৬) বাল্যবিয়ের খবর পেয়ে সহকারি কমিশনার (ভূমি) নাজমুন নাহার অভিযান চালান। পরে ছাত্রীকে বিয়ে পড়ানোর অভিযোগে আয়ড়া মসজিদের পেশ ঈমামকে গ্রেপ্তার করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

    সূ্ত্র- অার টিভি

    এখানে বলা বাহুল্য যে, বাংলাদেশে ৯০% মানুষ মুসলমান। নিজেদের কে অামরা বাঙালিরা বেশ ধর্মপ্রাণ বলে মনে করে থাকি। অামরা কথায় কাথায় বলি, নামাজ না পাড়লে কি হবে অামার ইমান খুব শক্ত। অার এই শক্ত ইমানসহ সকল বাঙালি মুসলমানদের বলতে চাই, অাপনি কি জানেন নবী করিম (সঃ) এর খাস সুন্নতের একটি হল বাল্য বিবাহ করা বা করানো। 

    উম্মুল মু'মিনিন অাম্মাজান অায়শা (রাঃ) এর বিবাহ হয় নবী করিম মুহাম্মদ (সা.) এর সাথে যখন তার বযস ছিল মাত্র ছয় বছর।এরপর নয় বছর মতান্তরে দশ বছর বয়স থেকে তার বৈবাহিক জীবন শুরু হয়। এর পূর্বে তিনি তার বিবাহ পরবর্তী সময় তার পিত্রালয়েই শিশুবৎসলভাবে অতিবাহিত করেন।
    তাহলে-
    ১.  কেন ৯০% মুসলমানের দেশে বাল্য বিবাহ নিষিদ্ধ? 
    ২. কেন ৯০% মুসলমানের দেশে নবী করিম (সাঃ) খাস সুন্নত পালনে বাধা? এটা বাংলাদেশ না কুসংস্কারাচ্ছন্ন ভারত?
    ৩. কেন ইহুদি, খ্রীষ্টানদের বানানো নীতি অামাদের উপর চাপানো হচ্ছে?
    ৪. তাহলে কোথায় অামাদের ধর্ম পালনের স্বাধীনতা?

    বিঃদ্রঃ অামি বাল্য বিবাহের পক্ষে কারণ এটি খাস সুন্নত, তবে ১৬-১৮ বছরের অাগে মেয়েদের মা না হওয়ার পক্ষপাতি। উল্লেখ্য যে, ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর বা কিশোরগঞ্জের মেয়েদের বিয়ে ১০- ১২ বছর বয়সে হয় এবং তারা ১৩-১৪ বছরেই প্রথম সন্তান জন্ম দেয় যা সবাই জানে ও সর্বজন স্বীকৃত একটা প্রথা। তাই বলবো, বাল্য বিবাহ নয়, যৌতুকের বিরুদ্ধে কথা বলুন। 

    সূত্র- wikipedia.org

    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !