একসপ্তাহে পাঁচবার, পুঞ্চ সেক্টরে অব্যাহত সংঘর্ষবিরতি লঙ্ঘন

ফের পুঞ্চ সেক্টরে সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন পাকিস্তানের৷ চলতি সপ্তাহে এই নিয়ে পাঁচ বার পুঞ্চে এই চুক্তি লঙ্ঘন করেছে পাক সেনা৷ ভারতও অবশ্য যথাযোগ্য জবাব দিতে শুরু করেছে পাকিস্তানকে৷ ভারতীয় সেনার তরফে জানানো হয়েছে, নিয়ন্ত্রণ রেখা বরাবর পুঞ্চের গুলপুল ও খাদি কারমারা এলাকায় পাক সেনার তরফে উড়ে আসে গোলা বারুদ৷ শনিবারও পুঞ্চের এই জায়গাগুলিতে হেভি শেলিং করে পাক সেনা৷ তার আগে মঙ্গল, বুধ ও বৃহস্পতি পরপর তিনদিন পুঞ্চে সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করেছে পাকিস্তান৷
এদিকে বুধবারই পাকিস্তান হাই কমিশনের অফিসারকে ডেকে প্ররোচনা ছাড়া ঘন ঘন সংঘর্ষবিরতি লঙ্ঘনের প্রতিবাদ জানিয়েছে ভারত৷ বিদেশমন্ত্রকের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, আন্তর্জাতিক ও লাইন অফ কন্ট্রোল বরাবর পাক সেনা প্ররোচনা ছাড়া ক্রমাগত সংঘর্ষবিরতি করে চলেছে তা যথেষ্ট উদ্বেগের৷
দেড় দশকে সবথেকে বেশি সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন হয়েছে ২০১৮ সালে৷ পরিসংখ্যান বলছে গত বছর সীমান্তের ওপার থেকে প্রায় তিন হাজার বার গোলা বারুদ ছোঁড়া হয়েছে এপ্রান্তে৷ যা ২০১৭ সালের তুলনায় তিনগুণ বেশি৷ সংঘর্ষবিরতির বলি হয়েছেন ৬১ জন৷ ২৫০ জনের বেশি আহত হয়েছেন৷ সোমবার ভারতীয় সেনার তরফে এই পরিসংখ্যান তুলে ধরা হয়৷
সীমান্তে শান্তি ও স্থিতাবস্থা বজায় রাখার প্রতিশ্রুতি দিয়েও তা বারে বারে ভঙ্গ করার অভিযোগ উঠেছে পাকিস্তানের বিরুদ্ধে৷ ভারতীয় সেনার সঙ্গে ২০টির বেশি ব্রিগেড কমান্ডার ও ফ্ল্যাগ মিটিংয়ে সীমান্তে শান্তি বজায় রাখার প্রতিশ্রুতি দিয়েও তা রক্ষা করে না পাক সেনা৷ ২০১৭ সালে পাকিস্তান ৯৭১ বার সংঘর্ষবিরতি লঙ্ঘন করে৷ সেই বছর ১৯ জন জওয়ান শহিদ হন৷ ১২ ভারতীয় নাগরিকের মৃত্যু হয়৷ ১৫১ জন আহত হয়৷
সূত্র- কলকাতা ২৪
সূত্র- কলকাতা ২৪
Bangladeshi Taka Converter
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.