সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    ক্ষুধার জ্বালায় ৩ সন্তানসহ গায়ে আগুন দিলেন সিরিয়ার নারী শরণার্থী

    ক্ষুধার জ্বালায় ৩ সন্তানসহ গায়ে আগুন দিলেন সিরিয়ার নারী শরণার্থী

    যুদ্ধ বিদ্ধস্ত সিরিয়ায় ঘর বাড়ি হারিয়ে তিন সন্তানকে নিয়ে জর্ডান সীমান্তের শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছিলেন সিরিয়ান নারী সুনদুস ফাতাল্লাহ। সেখানে প্রায় অনাহারেই দিন কাটছিল তাদের। প্রায় এক সপ্তাহ ধরে খাবারের একটি দানাও সন্তানদের মুখে তুলে দিতে পারেননি তিনি। ক্ষুধার জ্বালায় সন্তানদের মরতে দেখে আর সহ্য করতে পারেননি। ক্ষুধার্ত তিন সন্তানকে নিয়ে নিজের তাঁবুতে আগুন ধরিয়ে দেন তিনি। 
    আশপাশের তাঁবুতে থাকা শরণার্থীরা ছুটে এসে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। সেখানকার চিকিৎসকরা জানিয়েছেন সুনদুস এবং তার তিন সন্তান আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছেন। পরিস্থিতি সংকটজনক জানিয়ে জর্ডানের সদর হাসপাতালে তাদের স্থানান্তরিত করা হয়েছে।
    শুধু এই একটি ঘটনাই সিরিয়ার শরণার্থীদের মর্মান্তিক পরিস্থিতির কথা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে এমন নয়। এর থেকেও শোচনীয় পরিস্থিতির মধ্যে শরণার্থী শিবিরে দিন যাপন করছে সিরিয়ার নারী এবং শিশুরা। জীবন ধারণের ন্যূনতম পরিষেবাও তারা পান না। অর্থ সংকটের পাশাপাশি চরম খাদ্য সংকটের মধ্য দিয়ে দিন যাপন করতে হচ্ছে তাদের। ‌‌

    সূত্র- দ্যা মুসলিম টাইমস'র

    অথচ সৌদি আবর এসব চোখে দেখে না, তাদের মাঝে তো কোন মানবতা, বিবেগ, আবেগ, জ্ঞান বুদ্ধির 
    লক্ষণ দেখা যায় না। কোটি কোটি টাকা ব্যয় করে সমরাস্ত্র- ট্যাংক, কামান, অস্ত্র গোলাবারুদ সৌদি কিনবে অথচ আনাহারি মুসলমানদের খাওয়ার জন্য তারা কোন অনুদান দেবে না। সৌদি সরকার বা রাজ পরিবার সুযোগ্য যুবরাজ যিনা-ভ্যবিচারের জন্য ১ রাতে কিম কার্দেশিয়ান কে ৬৪ কোটি টাকা দিতে রাজি অথবা মাল দ্বীপে বা ফ্রান্স অামোদ ফুর্তি করে হাজার হাজার কোটি টাকা নষ্ট করবে কিন্তু মানবতার জন্য তারা কিছুই করবে না।

    তারা শুধু পারে অামোদ-প্রমোদ অার অারাম অায়েশে কোটি কোটি টাকা নষ্ট করতে কিন্তু মুসলিম জাহানের জন্য তারা কিছু করবে না। তাদের মাঝে সেই অনুভূতিই নেই যে, তাদের কাছে থাকা ধন সম্পদ অাসলে সমস্ত পৃথিবীর মুসলমানদের জন্য খরচের  বা ভরণ পোষনের অামানত। 
     অার দেখবেই বা কেন? যাদের হাত নিরস্ত ইয়েমেনের মানুষ বা সাংবাদিক জামাল খাসোগির রক্তে রাঙা তাদের কাছে মানবতা মূল্যহীন। বাস্তবে এরা ইয়াজিদের মতই অভিসপ্ত ও নিকৃষ্ট। 

    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !