বিশ্ব ইজতেমার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
গাজীপুরে বিশ্ব ইজতেমার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গাজীপুরে বিশ্ব ইজতেমার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ জানুয়ারি) সকালে ভাওয়াল সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ডক্টর দেওয়ান মুহম্মদ হুমায়ন কবির। তিনি, ইজতেমার বিবাদমান দু'পক্ষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি ইজতেমা পালনে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণসহ বিভিন্ন প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়।
এখানে বিশেষ উল্লেখ্য যে, তাবলিগ জামাতের দুই পক্ষের বিবাদ নিরসন হওয়ায় এবারের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা করা হয়েছে। মুসল্লিম উম্মাহর দ্বিতীয় বৃহৎ এ ধর্মীয় আসরটি আগামী ১৫, ১৬ ও ১৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। ২৪ জানুয়ারী বৃহস্পতিবার বিকালে বিশ্ব ইজতেমার এ তারিখ ঘোষণা করা হয়।
এর আগে ২৩ জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তাবলিগ জামাতের বিবাদমান দু'পক্ষকে নিয়ে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বৈঠক শেষে মন্ত্রী জানিয়েছিলেন, ‘তাবলিগের বিবাদ মীমাংসা হয়েছে, এখন আর কোনো বিরোধ নেই। ফেব্রুয়ারি মাসের যে কোনো সময় একসঙ্গে ইজতেমা হবে। বুধবার ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে দু’পক্ষের দু’জন প্রতিনিধি বসে ইজতেমার তারিখ নির্ধারণ করবেন।’ ওই সময় এক প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, উনি (মাওলানা সা’দ কান্ধলভী) এবার আসবেন না। বৈঠকে সে রকম সিদ্ধান্ত হয়েছে।
Bangladeshi Taka Converter
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.