‘প্রিয়াঙ্কা যদি ট্রাম্প কার্ড, তাহলে ‘জোকার’ নিয়ে খেলছিল কেন কংগ্রেস’
অবশেষে কংগ্রেসের সক্রিয় রাজনীতিতে পা রেখেছেন রাজীব গান্ধী-সোনিয়া গান্ধীর মেয়ে প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র। গত বুধবার আনুষ্ঠানিকভাবে তাকে দলের উত্তর প্রদেশের পূর্বাঞ্চলের সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়। এ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন কংগ্রেসের সভাপতি ও প্রিয়াঙ্কার ভাই রাহুল গান্ধী।
তবে প্রিয়াঙ্কার রাজনীতিতে আসার ব্যাপারটি নিয়ে বিজেপির অভিনেতা-সাংসদ পরেশ রাওয়াল একটি ব্যাঙ্গত্মক টুইট করেছেন।
পরেশ রাওয়াল তার টুইটে লিখেছেন, ‘ওরা বলছে আমরা এতদিনে ‘ট্রাম্প কার্ড’ খেললাম, তাই আমি ওদের জিজ্ঞেস করতে চাই এতদিন ‘জোকার’ নিয়ে খেলছিলেন কেন?’ রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, এই টুইটের মাধ্যমে প্রিয়াঙ্কার পাশাপাশি কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধীকেও নিশানা করলেন বিজেপির এই সাংসদ।
এদিকে লোকসভা ভোটের আগে প্রিয়াঙ্কাকে রাজনীতির ময়দানে নামানোর কংগ্রেসের সিদ্ধান্তকে ব্যাঙ্গ করে বিজেপির মুখপাত্র সম্বিত পাত্র বলেন, ‘কংগ্রেস হচ্ছে পরিবার পার্টি। রাহুল গান্ধী আসলে যে ফেল এটা স্বীকার করে নেওয়ার জন্য কংগ্রেসকে অভিনন্দন। ’
সম্প্রতি পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে ছত্তিশগড়, রাজস্থান, মধ্যপ্রদেশে জয় পেয়েছে কংগ্রেস। বড় বাধা পেয়েছে নরেন্দ্র মোদির ‘কংগ্রেস মুক্ত ভারত’এর স্বপ্ন।
এই সাফল্যের কৃতিত্ব অবশ্যই রাহুল গান্ধীর। জয় পাওয়ার পর থেকে সে নিয়ে ঢাকঢোল পেটাতে কোনো রকম ছাড় দেয়নি কংগ্রেস। অনেকের ধারণা পিয়াঙ্কা গান্ধী ২০১৯ সালের লোকসভা নির্বাচনের জন্য কংগ্রেসের ‘তুরুপের তাস’।
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.