মুম্বাইয়ে ডান্স বার খোলার বিষয়ে প্রশাসনকে নমনীয় হওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

ভারতের মুম্বাইয়ে ডান্স বার খোলার বিষয়ে রাজ্য প্রশাসনকে নমনীয় হওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট।
বৃহস্পতিবার এই নির্দেশ দেয়া হয় বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিন।
২০১৭ সালের ১৩ এপ্রিল ডান্স বার নিয়ন্ত্রণ বিল পাশ হয়। কিন্তু তার আগেই ২০০৫ সাল থেকে মহারাষ্ট্র সরকার মুম্বাইয়ে ডান্স বার খোলার অনুমতি দেয়া বন্ধ করে দেয়।এদিন দেশটির সর্বোচ্চ আদালতের নির্দেশে বলা হয়, নিয়ন্ত্রণের নামে ডান্স বার পুরোপুরি বন্ধ করতে পারে না রাজ্য সরকার।
প্রশাসনকে ডান্স বার খোলার অনুমতি দিতে বলা হলেও বেশকিছু বাধ্যবাধকতা মেনে চলার নির্দেশ দেয়া হয়েছে।আদালতের পক্ষ থেকে বলা হয়েছে, মুম্বাইয়ে নতুন করে ডান্স বার খোলা গেলেও লাগাম ছাড়া অনুমতি মিলবে না।আরও বলা হয়েছে, দিনে মাত্র পাঁচ থেকে সাড়ে পাঁচ ঘণ্টার জন্য বারে নাচের ব্যবস্থা থাকবে। রাত সাড়ে ১১টার পর বার খোলা রাখা যাবে না। অন্যথায় বারের লাইসেন্স বাতিল করা হবে।
তবে লাইসেন্স দেয়ার আগে আবেদনকারীর চরিত্র খতিয়ে দেখা হবে এবং ডান্স বারে সিসিটিভি থাকা বাধ্যতামূলক কিনা তা সুপ্রিম কোর্টের নির্দেশে স্পষ্ট করে উল্লেখ করা হয়নি।নর্তকীর সামনে টাকা ছোড়া ডান্স বারের পরিচিত ছবি। অনুমতি দিলেও সেই পরিচিত অভ্যাস বদল করতে হবে বলেও শীর্ষ আদালত নির্দেশ দিয়েছে।
এই বিষয়ে বলা হয়েছে, বারে অর্কেস্ট্রা থাকতে পারে। পরিবেশন করা যাবে মদও। নাচ ভাল লাগলে নর্তকীকে টিপসও দেয়া যাবে। কিন্তু তার মুখের সামনে পয়সা বা টাকার নোট ওড়ানো যাবে না।মদ্যপানের জায়গা থেকে নাচের মঞ্চ পৃথক করে রাখতে হবে বলেও নির্দেশে উল্লেখ করা হয়েছে। বারের নারীকর্মী নিয়োগের ক্ষেত্রেও বেশকিছু নির্দেশ দেয়া হয়েছে।
বিচারপতি জানিয়েছেন, চুক্তিপত্রে সই করে নারীকর্মীকে জানাতে হবে যে অবস্থার সুযোগ নিয়ে তাকে কোনোভাবে ব্যবহার করা হচ্ছে না।ডান্স বারের সামাজিক প্রভাবের কথা মাথায় রেখে দেশটির আদালতের নির্দেশে বলা হয়েছে, শিক্ষা ও ধর্ম প্রতিষ্ঠান থেকে বারের দূরত্ব যেন কমপক্ষে এক কিলোমিটার হয়।
Bangladeshi Taka Converter
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.