সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    তাবলিগের দুই গ্রুপে সংঘর্ষ: আহত অারোও একজনের মৃত্যু



    টঙ্গীতে গত ১ ডিসেম্বর জোড় ইজতেমাকে কেন্দ্র করে তাবলিগ জামাতের দুপক্ষের সংঘর্ষে আহত আরও একজন মারা গেছেন।
    বুধবার রাতে মারা যান বেল্লাল হোসেন (৫৫) নামে ওই ব্যক্তি। তিনি সংঘর্ষের পর থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
    ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া বলেন, নোয়াখালী জেলার বেল্লাল হোসেনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল। প্রায় এক মাস চিকিৎসাধীন ছিলেন তিনি। বুধবার রাত সোয়া ৯টার দিকে তার মৃত্যু হয়।এর আগে গত ১ ডিসেম্বর সংঘর্ষের দিন একজন নিহত হয়েছিলেন। 
    তাবলীগ জামাতকে দুভাগে ভাগ করা একটি কঠিন ষড়যন্ত্রের অংশ।যেভাবে মুনাফিক, ইহুদি, ইসরাইলিরা ইমাম মুয়াবিয়া (রাঃ) ও হযরত অালী (রাঃ) এর মাঝে বিবেধ বাধিয়েছিল এটা সেরকমই একটি ঘটনা। এই গভীর ষড়যন্ত্র থেকে ইসলাম ও মুসলিমদের দল, মাজাহাব, দেশ জাতি ভেদে সবার কাছে সমাদৃত ও গ্রহনযোগ্য তবলীগ জামাতকে রক্ষা করা একান্ত প্রয়োজন। 
    তাবলীগ জামাতের মাঝে কোন ভেদাভেদ, গ্রুপিং অামাদের কাম্য নয়। তাবলীগ জামাতের স্বকীয়তা এই যে তারা সার্বজনীন গ্রহনযোগ্য একটি দল।

    বর্তমানে কিছু বিতর্কিত লোকের কারণে তবলীগ জামাতের মাঝে দলাদলি, হানাহানি শুরু হয়ে গিয়েছে। এরই জেড়ে ১ ডিসেম্বরের তবলীগের দুই গ্রুপের মাধে সংঘর্ষে প্রায় কয়েক হাজার মানুষ অাহত হয়েছে। এখন পর্যন্ত দুই জন লোক মারা গেছে। এই মৃত্যুর মিছিল কোথায় গিয়ে থেকবে 


    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !