সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    কেন্দ্রসচিব ছাড়া মোবাইল নয়, মোড়ক খুলবে তিন কর্মকর্তার স্বাক্ষরে




    আসন্ন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি), দাখিল ও সমমানের পরীক্ষায় কেন্দ্রসচিব ছাড়া পরীক্ষার কেন্দ্রে অন্য কেউ মোবাইল ফোন বা অননুমোদিত বৈদ্যুতিক যন্ত্র ব্যবহার করতে পারবেন না। পরীক্ষা শুরুর ২৫ মিনিট আগে নির্ধারিত প্রশ্নসেটের মোড়ক কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ট্যাগ অফিসার), কেন্দ্রসচিব এবং পুলিশ কর্মকর্তার উপস্থিতিতে ও স্বাক্ষরে খুলতে হবে। পরীক্ষা শুরুর মাত্র ২৫ মিনিট আগে কোন সেটে পরীক্ষা হবে তা জানানো হবে।

    শিক্ষামন্ত্রনালয়ের আলাদা আলাদা পরিপত্রে এসব তথ্য জানানো হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা রিপত্রে বলা হয়েছে, প্রত্যেক কেন্দ্রের জন্য একজন করে ম্যাজিস্ট্রেট বা কর্মকর্তা (ট্যাগ অফিসার) নিয়োগ দিতে হবে। তিনি ট্রেজারি বা থানা থেকে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা বা তার মনোনীত প্রতিনিধিসহ প্রশ্নপত্র গ্রহণ করে পুলিশ পাহারায় কেন্দ্রে নিয়ে যাবেন।পরিপত্রে আরও বলা হয়, কেন্দ্রসচিব ছাড়া পরীক্ষার কেন্দ্রে অন্য কেউ মোবাইল ফোন বা অননুমোদিত বৈদ্যুতিক যন্ত্র ব্যবহার করতে পারবেন না। তবে তিনি একটি সাধারণ মোবাইল ফোন ব্যবহার করবেন, যা দিয়ে ছবি তোলা বা ইন্টারনেট ব্যবহার করা যাবে না। 
    এতে বলা হয়, কোন সেট প্রশ্নপত্রে পরীক্ষা হবে, তা জানানো হবে পরীক্ষা শুরুর মাত্র ২৫ মিনিট আগে। আর প্রশ্নপত্রের মোড়ক খুলতে হবে তিনজনের স্বাক্ষরে।আগামী ২ ফেব্রুয়ারি শুরু হবে এসএসসি ও সমমানের পরীক্ষা।

    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !