বিয়ে না করে বউ চান, ভাড়া করতে চলে অাসেন ভারতে!
বিয়ে করার অনেক ঝামেলা। একই সঙ্গে রয়েছে অনেক দায়দায়িত্ব। সেই সকল প্রতিকুলতা ছাড়া ভাড়া কড়া বউ নিয়ে দাম্পত্য জীবন কাটানো যায় মধ্যপ্রদেশের শিবপুরি জেলায়। প্রক্রিয়াটি আইন সম্মত করতে স্ট্যাম্প পেপারে চুক্তিও করে নেওয়া হয়। নারী স্বাধীনতা এবং নারী ক্ষমতায়ন নিয়ে চর্চা চলছে দেশ তথা সমগ্র বিশ্ব জুড়ে। ভারতের একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রী পদে রয়েছেন মহিলা, এছাড়াও অনেক প্রশাসনিক শীর্ষপদে মহিলাদের বসার নজির রয়েছে এই দেশে। সেই অবস্থায় এই রেওয়াজ প্রকাশ্যে আসায় প্রশ্নের মুখে নারী স্বাধীনতা।
কোনও মহিলাকে ভাড়া করে স্ত্রী হিসেবে নিজের কাছে রাখা নারী কেনাবেচার সমতুল। কিন্তু মধ্যপ্রদেশের শিবপুরি জেলার গোয়ালিয়র ডিভিশনে এই নিয়ে কারও কোনও অনুতাপ নেই। কারণ, এই রেওয়াজ যে দীর্ঘদিনের। যা ওই রাজ্যের উত্তর পশ্চিম এলাকায় ‘ধাদিচা’ প্রথা নামে পরিচিত। আর্থিকভাবে স্বচ্ছল পুরুষেরা ভাড়া কড়া স্ত্রী নিয়ে সংসার করতে পারেন অবলীলায়। আরও সহজ ভাবে বলা যায়, ভাড়া করা স্ত্রীর সাথে যত খুশি সহবাস করতে পারেন , ভাড়া করা মহিলা নিয়ে মেটাতে পারে নিজেদের অতৃপ্ত যৌনসুখ। মাত্র দশ টাকার স্টাম্প পেপারে হয়ে যায় চুক্তি। মাস বা বছরের হিসেবে ভাড়া দেওয়া হয় মহিলাদের। চুক্তি শেষ হয়ে গেলে তা ফের নবায়ন করা যায়। বেশি পয়সা দিলে বেশি দিনের জন্য পাওয়া যায় ভাড়া কড়া স্ত্রী। যতদিন চুক্তি থাকবে তত দিন অাপনি অাপনার যৌনসুখ পেতে পারেন এই ভাড়া করা স্ত্রী দিয়ে।
রীতিমতো খোলা বাজারে দাঁড় করিয়ে নিলাম হয় মহিলাদের। দীর্ঘদিন ধরে চলে আসছে এই নিন্দনীয় প্রথা। যা নিয়ে কোনও মাথাব্যাথা নেই সমাজের। ধনীদের ভাড়ায় বউ নিয়ে থাকার ক্ষমতা রয়েছে, তারা সেটা করে থাকে। এটাই রেওয়াজ কারোর কিছু বলার নেই।
সূত্র- কলকাতা ২৪
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.