ট্রাম্পের 'শতাব্দীর সেরা চুক্তি' ব্যর্থ হবে: ফিলিস্তিনি কর্তৃপক্ষ

ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষ বা পিএ বলেছে, ফিলিস্তিন-ইসরায়েল সঙ্কট নিরসনের লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন যে প্রস্তাব দিয়েছে তার মৃত্যু ঘটবে। ইসরায়েলের একটি টেলিভিশন চ্যানেল ট্রাম্পের ‘শতাব্দীর সেরা চুক্তি’ নামের কথিত শান্তি প্রস্তাব বা পরিকল্পনার বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করার পর ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছ থেকে এ প্রতিক্রিয়া এলো।
পিএ’র মুখপাত্র নাবিল আবু রুদেইনেহ বুধবার বলেন, ১৯৬৭ সালের আগের সীমানা ভিত্তিতে পূর্ব জেরুজালেম বা আল কুদসকে রাজধানী করে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র গঠনের প্রক্রিয়াকে সামান্যতম খর্ব করে এমন পদক্ষেপ নিশ্চিতভাবে ব্যর্থ হবে।
তিনি বলেন, শতাব্দীর সেরা চু্ক্তি বিষয়ে যেসব তথ্য এবং গুজব বের হয়েছে এবং তার প্রতি আঞ্চলিক এবং আন্তর্জাতিক পক্ষগুলোর সমর্থন আদায়ের লক্ষ্যে যে প্রচেষ্টা চালানো হচ্ছে তা সফল হবে না।
ইসরায়েলের টেলিভিশন চ্যানেল-১৩ একটি মার্কিন সূত্রের বরাত দিয়ে বলেছে, প্রস্তাবে জর্ডান নদীর পশ্চিম তীরের ৮৫ থেকে ৯০ ভাগ ভূখণ্ডসহ পূর্ব জেরুজালেম বা আল কুদসের আরব এলাকাগুলোকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের কথা বলা হয়েছে।
এছাড়া প্রস্তাবে পুর্ব জেরুজালেম আল কুদসের একাংশ এবং পুরাতন শহর এবং এ আশপাশের এলাকা নিয়ে গঠিত হলি বাসিনের ওপর ইরসায়েলের অধীনে থাকার কথা বলা হয়েছে।
এই চুক্তি বাস্তবে নিরস্ত্র, নিরীহ ফিলিস্তিনীদের অধিকার বঞ্চিত করে ইসরাইলকে খুশি করার প্রচেষ্ঠা। তাছাড়া এই চুক্তি দখলদার অবৈধ রাষ্ট্র ইসরাইলের সকল লুট, অপহরণ, ধর্ষণ, হত্যা ও ভূমি দখলের অার্ন্তজাতিক স্বীকৃতির নামান্তর।
সূত্র- অার টিভি
Bangladeshi Taka Converter
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.