সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    বিরোধের জেরে নির্মমতা, শ্রীপুরে গলা কেটে ৬ কুকুরকে হত্যা!



    গাজীপুরের শ্রীপুর উপজেলায় বিরোধের জেরে শনিবার দুই প্রতিবেশী এক বিধবার ছয়টি কুকুরকে গলা কেটে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় থানায় অভিযোগ করেছেন ওই কুকুরের মনিব আলেয়া বেগম।
    ২০০৬ সালে শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের দক্ষিণ বারতোপা গ্রামে জমি কিনে সেখানে স্বপরিবারে বসবাস করে আসছেন নোয়াখালীর মৃত বাহাদুর খাদেমের স্ত্রী আলেয়া বেগম।
    কুকুরের মনিব বিধবা আলেয়া বেগম অভিযোগ করে বলেন, প্রতিবেশী হাতেম আলীর ছেলে হাশেম (৫০) ও আরিফ (২৮) আমাদেরকে জমি থেকে উচ্ছেদের জন্য বেশ কিছুদিন ধরে নানাভাবে হুমকি দিয়ে আসছে। এর জেরে হাশেম ও আরিফ গত বৃহস্পতিবার বিকেলে আমাদের বাড়িতে এসে আমাকে ও আমার মেয়ে খাদিজা আক্তারকে মারধর করে। আমার একটি পোষা কুকুর প্রায় তিন মাস আগে পাঁচটি ছানা প্রসব করে। ব্যক্তিগত বিরোধের কারণে প্রতিবেশী হাশেম ও আরিফ শনিবার সকালে আমার বাড়ির উঠানে এসে প্রথমে মা কুকুর ও পরে একে একে পাঁচটি ছানাকে গলা কেটে হত্যা করে। বাড়ির লোকজনের বাধা উপেক্ষা করে তারা এ ঘটনা ঘটায়। মা ও ছানাসহ ছয় কুকুরকে পর্যায়ক্রমে হত্যার পর একইভাবে আমাকে ও আমার পরিবারের সদস্যদের হত্যা করার হুমকি দিয়ে চলে যায়।
    স্থানীয় মাওনা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য সুরুজ্জামান জানান, কিছু দুষ্কৃতিকারী লোক ওই বিধবা মহিলার জমি দখলের জন্য সেখান থেকে পরিবারটিকে তাড়াতে চেষ্টা করছে বলে আমাকে জানিয়েছে। এ ব্যাপারে আমি আলেয়া বেগমকে প্রশাসনের আশ্রয় নেওয়ার পরামর্শ দিয়েছি। 
    শ্রীপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মোবারক হোসেন জানান, এ ব্যাপারে আলেয়া বেগম বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। ঘটনার তদন্তের জন্য আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
    এ ব্যাপারে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল জলিল জানান, কোনো পশুর সঙ্গে নির্দয় ও নিষ্ঠুর আচরণ করলে তাঁর বিরুদ্ধে ১৯৮২ সালের  এনিমেল ক্রুয়েলটি আইনে শাস্তির ব্যবস্থা রয়েছে।

    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !