পিডিবির আরেক সিবিএ নেতার দখল থেকে পাজেরো উদ্ধার
পিডিবির সিবিএ নেতা আলাউদ্দিন মিয়ার দখল থেকে গাড়ি উদ্ধারের একদিন পর আরেক বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সিবিএ (কালেকটিভ বার্গেনিং এজেন্ট) সভাপতি জহিরুল ইসলাম চৌধুরীর কাছ থেকে সরকারি গাড়ি উদ্ধার করেছে দুর্নীতি দমন কমিশন।
মঙ্গলবার সকালের দিকে পিডিবি কর্তৃপক্ষ সিলেট মেট্রো-ঘ-০২-০০৩৩ নম্বরের সরকারি পাজেরো গাড়িটি দুদকের কাছে হস্তান্তর করে।এর আগে গত সোমবার মতিঝিল এলাকায় অভিযান চালিয়ে সিবিএর সাধারণ সম্পাদক আলাউদ্দিন মিয়ার ব্যবহার করা সরকারি গাড়ি উদ্ধার করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।দুদকের মহাপরিচালক মোহাম্মদ মুনীর চৌধুরী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
শ্রম বিধিমালা ২০১৫-এর ২০২ ধারা অনুসারে শ্রমিক সংগঠনের কোনো নেতা-কর্মী সংশ্লিষ্ট সংস্থার কাছ থেকে যানবাহন সুবিধা গ্রহণ করতে পারবে না।দুদক সূত্র জানা গেছে, জহিরুল ইসলাম চৌধুরী ২০০৮ সালের ৬ জুন অবসরে গেছেন। সে সময় তিনি পিডিবির অডিট পরিদফতরের সহকারী হিসাবরক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
তারপরও প্রভাব খাটিয়ে ১০ বছর ধরে গাড়িটি তিনি ব্যবহার করে আসছিলেন। এর চালকের বেতন, তেল ও রক্ষণাবেক্ষণ খরচ বহন করছে পিডিবি।
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.