বিসিবি'র নতুন চুক্তিতে বাড়লো ক্রিকেটারের সংখ্যা
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন চুক্তিতে বাড়ানো হয়েছে ক্রিকেটারের সংখ্যা। কেন্দ্রীয় চুক্তিতে আগে ছিল ১৩ ক্রিকেটার এখন এ সংখ্যা দাঁড়াল ১৭-তে। আগের চুক্তির একমাত্র ক্রিকেটার নাজমুল হোসেন শান্তর জায়গা হয়নি নতুন চুক্তিতে। পারফরম্যান্স ভালো করতে না পারায় তাকে বাদ দেওয়া হয়েছে।
নতুন চুক্তিতে জায়গায় করে নিয়েছেন ইমরুল কায়েস, মোহাম্মদ সাইফউদ্দিন, আবু জায়েদ রাহী, নাঈম হাসান, সৈয়দ খালিদ আহমেদ। সিনিয়র ক্রিকেটার ইমরুল জায়গা করে নিয়েছেন ‘এ’ ক্যাটাগরিতে, বাকি চার ক্রিকেটারের জায়গা হয়েছে উদীয়মান (রুকি) ক্যাটাগরিতে।
গতকাল মিরপুরে বিসিবির পরিচালনা পর্ষদের সভা শেষে আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়। নতুন চুক্তিতে ‘এ প্লাস’ ক্যাটাগরিতে আছেন পঞ্চপাণ্ডবখ্যাত ক্রিকেটার মাশরাফি, সাকিব, তামিম, মুশফিক ও মাহমুদুল্লাহ।
আর ‘এ’ ক্যাটাগরিতে ইমরুল ছাড়াও রয়েছেন দুই পেসার মুস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন। ‘বি’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটাররা হচ্ছেন মুমিনুল হক, লিটন কুমার, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম। তবে নতুন চুক্তি হলেও ক্রিকেটারদের বেতন বাড়ানো হয়নি। আগের বেতনই পাবেন তারা।
এখন মাশরাফি-সাকিবরা এ প্লাস শ্রেণিতে বেতন পাচ্ছেন ৪ লাখ টাকা করে। ‘এ’ শ্রেণিতে থাকা ক্রিকেটারদের বেতন ৩ লাখ টাকা। ‘বি’ শ্রেণিতে ক্রিকেটাররা বেতন পান ২ লাখ টাকা। আর উদীয়মান (রুকি) ক্যাটাগরির ক্রিকেটারদের বেতন ১ লাখ টাকা।
চুক্তিভুক্ত ১৭ ক্রিকেটার-
‘এ’ প্লাস : মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, ইমরুল কায়েস।
‘এ’ : মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন।
‘বি’ : মুমিনুল হক, লিটন কুমার, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম।
উদীয়মান : আবু হায়দার রনি,আবু জায়েদ রাহী, সাইফউদ্দিন, নাঈম হাসান ও সৈয়দ খালিদ আহমেদ।
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.