সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    সামনে এলো জোড়া গ্রহাণুর ছবি, অবাক বিজ্ঞানীরা!

    সামনে এলো জোড়া গ্রহাণুর ছবি, অবাক বিজ্ঞানীরা!

    যেন অবিকল অপটু হাতে বানানো কোনো তুষারমানব। নাম ‘আল্টিমা থুলে’। নাসার নিউ হরাইজনস স্পেসক্র্যাফটের পাঠানো ছবি জুড়ে কেবলই বিস্ময়। সৌরজগতের কুইপার বেল্ট অঞ্চলে অবস্থিত চির তুষারের জগতে অবস্থান ‘আল্টিমা থুলে’র।

    জানা যাচ্ছে, নিউ হরাইজনস ‘আল্টিমা থুলে’র পাশ দিয়ে যাওয়ার সময় তার অনেকগুলি ছবি তোলে হরাইজনস স্পেসক্র্যাফটে। মিশন প্রিন্সিপাল গবেষক অ্যালান স্টার্ন জানাচ্ছেন, এই আকৃতির কোনো মহাজাগতিক বস্তুর ছবি এর আগে তোলা হয়নি। গত ১ জানুয়ারি ৫০ হাজার কিলোমিটার দূরত্ব থেকে এই জোড়া গ্রহাণুর ছবি তোলা হয়েছে। ২০১৪ এমইউ৬৯ নামের এই মহাজাগতিক বস্তুর ছবি খুঁটিয়ে দেখে বিজ্ঞানীরা সিদ্ধান্তে এসেছেন এর দু’টি অংশ রয়েছে। বড় অংশটিকে ‘আল্টিমা’ ও ছোটটিকে ‘থুলে’ নামকরণ করা হয়েছে। 

    ভাল করে পর্যবেক্ষণের পরে বিজ্ঞানীরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে, এরা গোলাকার নয়। বলা যায় চ্যাপ্টা। মহাজাগতিক বস্তুর আকার সম্পর্কে যা ধারণা রয়েছে, সেই ধারণায় বদল আনতে পারে এই ‘তুষারমানব’। স্বাভাবিক ভাবেই বিজ্ঞানীরা উত্তেজিত তাকে নিয়ে।

    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !