ভারতে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত
ভারতে সুপারসনিক যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে দুজন পাইলট নিহত হয়েছেন। শুক্রবার ব্যাঙ্গালুরের একটি বিমানক্ষেত্র থেকে পরীক্ষামূলক উড্ডয়নের সময় ফ্রান্সের তৈরি মিরেজ ২০০০ যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়।
স্থানীয় সময় সাড়ে ১০টায় দক্ষিণাঞ্চলীয় কর্নাটক রাজ্যের রাজধানী বেঙ্গালুরুর এইচএএল বিমানবন্দরে বিমানটি বিধ্বস্ত হয়। ভারতের সামরিক বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, কিছু উন্নয়ন করার পর পরীক্ষামূলক উড্ডয়নের সময় মিরেজ ২০০০ বিমানটি বিধ্বস্ত হয়েছে।
বিমানের দুই চালকই বিমান হতে বের হয়ে আসতে সক্ষম হয়েছিলেন। কিন্তু একজন বিধ্বস্ত বিমানের ওপর পড়ে প্রাণ হারান এবং মারাত্মক আহত অবস্থায় অন্যজনকে হাসপাতালে নেওয়ার পর মারা যান। বিমানটি বিধ্বস্ত হওয়ার কোনও কারণ জানানো হয়নি। তবে কর্তৃপক্ষ এ বিষয়ে একটি তদন্ত শুরু করেছে।ভারতীয় বিমান বাহিনীর প্রায় ৫০টি মিরেজ ২০০০ যুদ্ধবিমানের একটি বহর আছে।
সূত্র: ইকোনোমিক টাইমস
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.