সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    তুরাগ নদকে জীবন্ত সত্তা ঘোষণা হাইকোর্টের

    তুরাগ নদ


    তুরাগ নদকে লিগ্যাল/জুরিস্টিক পারসন (আইনগত ব্যক্তি) তথা জীবন্ত সত্তা হিসেবে ঘোষণা করেছেন হাইকোর্ট। আদালত বলেছেন, নাব্যতা ও বেদখলের হাত থেকে নদীকে রক্ষা করা না গেলে বাংলাদেশ তথা মানবজাতি সংকটে পড়তে বাধ্য। অবৈধ দখলদারদের কবল থেকে রক্ষা করতে এ ঘোষণা দেয়া হয়েছে।

    বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বুধবার আংশিক এ রায় ঘোষণা করেন। আজ বৃহস্পতিবার নদী রক্ষায় গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়ে অবশিষ্ট রায় ঘোষণা করবেন আদালত।

    হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের রিট আবেদনের পরিপ্রেক্ষিতে তুরাগের অবৈধ দখলদারদের নাম ও স্থাপনার তালিকা হাইকোর্টে দাখিল করে বিচার বিভাগীয় তদন্ত কমিটি। ওই তালিকায় আসা প্রতিষ্ঠান ও ব্যক্তি এ মামলায় পক্ষভুক্ত হন। উভয় পক্ষের দীর্ঘ শুনানি নিয়ে বুধবার হাইকোর্ট নদী রক্ষায় রায় ঘোষণা শুরু করেন। ঘোষিত রায়ে হাইকোর্ট বলেন, মানবজাতি টিকে থাকার অন্যতম মাধ্যম হচ্ছে নদী। বিভিন্ন দেশের সরকার আইন প্রণয়ন করে নদীকে বেদখলের হাত থেকে রক্ষার চেষ্টা করছে।

    এছাড়া নদী রক্ষায় বিশ্বব্যাপী আদালত রায়ের বিভিন্ন নির্দেশনা দিচ্ছে। যদি রায়ের মাধ্যমে এসব নির্দেশনা দেয়া না হতো তাহলে হয়ত ঢাকার বুড়িগঙ্গা নদীর ওপর বহুতল ভবন দেখা যেত। অথবা তুরাগ নদে কোনো অবৈধ দখলদারের হাউজিং স্টেট থাকত। রায়ে হাইকোর্ট বলেন, এখন এসব নদী রক্ষায় কি আমরা (আদালত) হাজারখানেক মামলা করার উৎসাহ/অনুমতি দেব?

    নাকি অবৈধ দখলের হাত থেকে সব নদী রক্ষায় এ মামলাটিকে ধরে নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা দেব? যে নির্দেশনার আলোকে নদী দখলমুক্ত করার মামলা আর আদালতের সামনে আসবে না।


    জীবন্ত সত্তা (লিভিং এনটিটি) বলতে কী বোঝায়?
    আইনজীবী মনজিল মোরশেদ বিবিসি বাংলাকে বলছেন, আদালতের ঘোষণা অনুযায়ী তুরাগসহ নদ-নদীগুলো এখন থেকে মানুষ বা প্রাণী যেমন কিছু আইনি অধিকার পায় তেমনি অধিকার পাবে।"নদীর কিছু আইনি অধিকার তৈরি হবে এ রায়ের ফলে। ফলে নদী নিজেই তার ক্ষতির বা দখলের বিষয়ে আদালতের দ্বারস্থ হতে পারবে।"

    তিনি জানান, "তবে নদী তো আর নিজে যেতে পারবেনা। সেক্ষেত্রে কেউ তার প্রতিনিধি হয়ে ক্ষয়ক্ষতিগুলো আদালতকে জানালে তার প্রতিকার পাবে।" তিনি বলেন, "আদালতের রায়ে আমাদের দেশের নদীগুলোকেও জীবন্ত সত্তা, জুরিসটিক পারসন বা লিগ্যাল পারসন হিসেবে ঘোষণা করা হয়েছে এবং মূলত এর মাধ্যমে মানুষের মত নদীর মৌ‌লিক অধিকার স্বীকৃত হ‌ল।" নদী বিষয়ক গবেষক মোহাম্মদ এজাজ বিবিসি বাংলাকে বলেছেন, নদী রক্ষার ক্ষেত্রে এটি অত্যন্ত ইতিবাচক ও গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ।মিস্টার এজাজ ঢাকা অঞ্চলের প্রায় দেড়শ নদ-নদী নিয়ে গবেষণা করছেন।

    আদেশ সব নদ-নদীর জন্য প্রযোজ্য - কী বলছে আদালত?
    মনজিল মোরশেদ ও মোহাম্মদ এজাজ দুজনই বলছেন, তুরাগকে কেন্দ্র করে রায়টি আসলে আদালত একে সব নদ নদীর জন্যই প্রযোজ্য ঘোষণা দিয়েছে।রায়ে বলা হয়েছে, "অবৈধ দখলদারদের দ্বারা প্রতিনিয়তই কম-বেশি নদী দখল হচ্ছে। অবৈধ স্থাপনা তৈরি করায় সঙ্কুচিত হয়ে পড়ছে নদী। এসব বিষয় বিবেচনা করে তুরাগ নদীকে লিগ্যাল/জুরিসটিক পারসন হিসেবে ঘোষণা করা হল"।

    একই সঙ্গে আদালত বলেছে, "অবৈধভাবে নদী দখল করে স্থাপনা হচ্ছে আবার হাইকোর্টের নির্দেশে সেই অবৈধ স্থাপনা উচ্ছেদ করছে প্রশাসন। কিন্তু দেখা যাচ্ছে কদিন পর সেখানে আবারো অবৈধ স্থাপনা গড়ে তোলা হচ্ছে। এ যেনো কানামাছি খেলা"।তবে এ রায়ের অবশিষ্ট অংশ আজ ঘোষণার কথা থাকলেও রবিবার এ বিষয়ে একটি গাইডলাইন দেয়া হবে বলে জানিয়েছে আদালত।

    বাংলাদেশে কত নদ-নদী আছে?
    বাংলাপিডিয়ায় বলা হয়েছে দেশের মোট নদ-নদী প্রায় সাতশ, যার মোট আয়তন ২৪ হাজার কিলোমিটারের বেশি।যদিও প্রচলিত আছে যে দেশের মোট নদী ২৩০টি যার মধ্যে ৫৭টি আন্তর্জাতিক। এর মধ্যে ৫৪টি ভারতের ও তিনটি মিয়ানমারে উৎপত্তি।

    সূত্র- বিবিসি

    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !