সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    কুড়িয়ে পাওয়া শিশুর পিতা-মাতাকে খুঁজছে পুলিশ

     à¦•à§à§œà¦¿à§Ÿà§‡ পাওয়া শিশুর পিতা-মাতাকে খুঁজছে পুলিশ

    নয়ন নামের সাত বছর বয়সের একটি শিশুকে কুড়িয়ে পেয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের রামপুরা থানা পুলিশ। বর্তমানে সে রাজধানীর তেজগাঁওস্থ ডিএমপি’র ভিকটিম সাপোর্ট সেন্টারে নিরাপদ হেফাজতে রয়েছে।
    নয়ন জানায়, তার পিতার নাম আল-আমিন। মাতা শাহানা। সে পিতা-মাতার নাম বলতে পারলেও বাড়ির ঠিকানা বলতে পারছে না। তার গায়ের রং শ্যামলা, উচ্চতা-৪ ফুট, তার পরণে ছিল গোলাপী রংয়ের ফুল হাতা শার্ট ও লুঙ্গি।
    ভিকটিম সার্পোট সেন্টারের তথ্য মতে জানা যায়, নয়নকে গত ২৫ ফেব্রুয়ারি’১৯ তারিখ সন্ধ্যা ০৭.৩০ টায় রামপুরা কাঁচাবাজার এলাকায় কান্নাকাটি অবস্থায় দেখতে পেয়ে স্থানীয় লোকজন থানায় হস্তান্তর করে। থানা পুলিশ জিজ্ঞাসাবাদ করলে সঠিক ঠিকানা বলতে না পারায় নিরাপদ হেফাজতের জন্য ভিকটিম সার্পোট সেন্টারে প্রেরণ করে।
    উক্ত ভিকটিমের কোন ঠিকানা কারও জানা থাকলে তেজগাঁওস্থ ভিকটিম সাপোর্ট সেন্টারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হল।
    যোগাযোগের ঠিকানাঃ
    ডিউটি অফিসারঃ
    মোবাঃ ০১৭৪৫-৭৭৪৪৮৭
    ফোন নং-০২৯১১০৮৮৫
    উইমেন সাপোর্ট এন্ড ইনভেস্টিগেশন বিভাগ, তেজগাঁও, ঢাকা।

    সূত্র- ডিএমপি নিউজ

    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !