রাশিয়ার সাথে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র চুক্তি বাতিল
রাশিয়ার সঙ্গে করা মাধ্যমিক পর্যায়ের পারমাণবিক অস্ত্র চুক্তি থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও শুক্রবার এ ঘোষণা দিয়েছেন। খবর ইউএসএ ট্যুডে'র।
শুক্রবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দফতরে মাইক পম্পেও বলেন, ‘কোনো ধরনের অনুশোচনা ছাড়াই রাশিয়া অনেক বছর ধরে ইন্টারমিডিয়েট-রেঞ্জ নিউক্লিয়ার ফোর্সেস নামে পারমাণবিক অস্ত্র সংক্রান্ত এই চুক্তির শর্ত লঙ্ঘন করে আসছে।’
যুক্তরাষ্ট্রের দাবি, চুক্তি ভঙ্গ করে রাশিয়া নতুন মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র নভেটর ৯এম৭২৯ তৈরি করেছে। পশ্চিমা সামরিক জোট ন্যাটোভুক্ত দেশগুলোর কাছে তা এসএসসি-৮ নামে পরিচিত। এ ঘটনায় খুব কম সময়ের মধ্যে ন্যাটোভুক্ত দেশগুলোতে পারমাণবিক ধর্মঘট চালু হতে পারে।
খবরে বলা হচ্ছে, স্নায়ুযুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইউরোপের শান্তি প্রক্রিয়ায় রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যকার ওই চুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। কিন্তু দ্বি-পাক্ষিক এই চুক্তি থেকে হঠাৎ করে যুক্তরাষ্ট্রের বেরিয়ে যাওয়ার কারণে অঞ্চলটিতে নিরাপত্তা শঙ্কা তৈরি হবে।
১৯৮৭ সালে ইন্টারমিডিয়েট-রেঞ্জ নিউক্লিয়ার ফোর্সেস (আইএনএফ) নামের দ্বি-পাক্ষিক এই মাইলফলক চুক্তিটি স্বাক্ষর করেছিলেন তৎকালীন সোভিয়েত ইউনিয়নের নেতা মিখাইল গর্ভাচেভ ও মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান।
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.