Tuesday, February 25.

সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র শহর গড়ছে ইরান

image-142388-1549684289

এবার মাটির অনেক গভীরে ক্ষেপণাস্ত্র শহর গড়ছে ইরান। আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে সাজানো হচ্ছে ভূগর্ভস্থ শহরটি। বৃহস্পতিবার প্রথমবারের মতো শহরটি নির্মাণের কথা প্রকাশ করেছে দেশটি।পাশাপাশি ভূমি থেকে ভূমিতে আঘাত হানার উপযোগী চৌকস ক্ষেপণাস্ত্র দেজফুলও উন্মোচন করেছে তেহরান।মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তার এবং চিরশত্রু দেশ যুক্তরাষ্ট্রকে মোকাবেলা করার অংশ হিসেবে দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি অ্যারোস্পেস বা বিমান মহাকাশ ডিভিশনের জন্য ভূগর্ভস্থ কারখানায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করা হচ্ছে।
এ ক্ষেপণাস্ত্রের সুনির্দিষ্ট লক্ষ্যে আঘাত হানার সক্ষমতা রয়েছে। বৃহস্পতিবার এক অনুষ্ঠানের মাধ্যমে ভূগর্ভস্থ এ শহরের কথা প্রকাশ করেন আইআরজিসির প্রধান কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ আলি জাফরি।জেনারেল মোহাম্মদ আলি জাফরি বলেন, ভূগর্ভের অনেক গভীরে অবস্থিত ক্ষেপণাস্ত্র নির্মাণ শহরের কথা প্রকাশের মধ্য দিয়ে পশ্চিমা একশ্রেণীর জনগোষ্ঠীর বোকামিসুলভ কথাবার্তার জবাব দেয়া হলো।

No comments

If you have any doubt, please let me know that with your valuable comments.

পৃষ্ঠা

সর্বশেষ খবর

COVID-19 থেকে বাঁচার উপায় !

CovidUpdated1