তাইওয়ানের গভীর সমুদ্রে দেখা মিললো ভয়ঙ্কর 'নরকের মাছ'!
সাপের মতো দেখতে কিন্তু সাপ নয়। এমনই একটি সামুদ্রিক প্রাণীকে নিয়ে শোরগোল পড়ে গেছে জীববিজ্ঞানী মহলে। কদাকার সেই প্রাণীটির ছবিটিকে নিয়ে সোশ্যাল মিডিয়াও তোলপাড়। অদ্ভুত দেখতে প্রাণীটি তাহলে কী?
সম্প্রতি তাইওয়ানে সমুদ্রের নীচে প্রাণীটিকে দেখতে পাওয়া গেছে। আর তারপর থেকেই বিজ্ঞানীমহলে সাড়া পড়ে যায়। প্রথমে দেখাতেই প্রাণীটিকে কোনো নতুন প্রজাতির সাপ মনে হতে পারে। বিজ্ঞানীরাও তাই ভেবেছিলেন। পরে অবশ্য ভুল ভাঙে তাঁদের।গবেষণার পর বিজ্ঞানীরা জানতে পারেন, প্রাণীটি আসলে কোনো সাপ নয়। ওটা বিরল প্রজাতির ভাইপার শার্ক। এই হাঙর এত বিরল যে শেষ বার দেখা মিলেছিল ১৯৮৬ সালে জাপানের শিকোকু দ্বীপে। এর বিজ্ঞানসম্মত নাম ‘ট্রাইগোনোগন্যাথাস কাবেয়াই’। ভয়ঙ্কর চেহারার জন্য এই হাঙরকে ‘এলিয়েন ফিশ’ এবং ‘ফিশ ফ্রম হেল’ বা নরকের মাছ বলা হয়।
সমুদ্রের এক থেকে দেড় হাজার ফুট নীচে থাকে এরা। বড় বড় চোখ। সূঁচালো আর বাঁকানো দাঁত। শিকার ধরার সময় দাঁতগুলো মুখগহ্বর থেকে অনেকটা বাইরে বেরিয়ে আসে। নিজের শরীরের আকৃতির তুলনায় বড় মাছ শিকার করতে পারে। এই হাঙরের সম্পর্কে আর বিশেষ কিছু এখনও জানতে পারেননি বিজ্ঞানীরা।
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.