নাইকির জুতোয় “আল্লাহু” লেখা লোগো নিয়ে বিতর্ক
যেকোন লোগোর নকশা করার আগে প্রচুর গবেষণা করতে হয়, ঢালতে হয় অনেক অর্থ।
কিন্তু সম্পূর্ণ অপ্রত্যাশিভাবে এই কাজ অনেক সময় উল্টো ফলাফল বয়ে আনতে পারে, যেটা দেখা গেছে নাইকি'র সর্বশেষ পণ্যকে ঘিরে বিতর্কের ক্ষেত্রে।
ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারক এই কোম্পানি কিছু মুসলমানের পক্ষ থেকে প্রতিবাদের সম্মুখীন হয়েছে, কারণ তাঁরা দাবি করছে যে নাইকি'র নতুন জুতোর নিচ বা সোল এমনভাবে ডিজাইন করা হয়েছে যার সঙ্গে আরবীতে লেখা "আল্লাহ" শব্দটির সাদৃশ্য রয়েছে।
নাইকির নতুন ট্রেইনার 'এয়ার ম্যাক্স ২৭০' বাজারে ছাড়ার পর দুই সপ্তাহ আগে এ ব্যাপারে একটি অনলাইন আবেদনে স্বাক্ষর নেয়া হয় শুরু হয়, এবং ৩১শে জানুয়ারির মধ্যে ১৭,০০০-এর বেশী স্বাক্ষর যোগাড় হয়েছে বলে জানাচ্ছে ব্লুমবার্গ বার্তা সংস্থা।
এক বিবৃতি প্রকাশ করে নাইকি বলেছে যে লোগোটি 'এয়ার ম্যাক্স' ট্রেডমার্ককে প্রতিনিধিত্ব করছে।"অন্য যেকোন ধারণাকৃত অর্থ কিংবা বর্ণনা অনিচ্ছাকৃত," নাইকির বিবৃতিতে বলা হয়েছে।"নাইকি সব ধর্মকে সম্মান করে এবং আমরা এ ধরণের উদ্বেগকে গুরুত্বের সাথে নিই"।
সূত্র- বিবিসি
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.