সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    বাংলাদেশ সীমান্ত সিল করতে নতুন প্রযুক্তি ভারতের

    বাংলাদেশ সীমান্ত সিল করতে নতুন প্রযুক্তি ভারতের

    বাংলাদেশের সাথে পশ্চিমবঙ্গ ও অাসামের আন্তর্জাতিক সীমান্ত সিল করার জন্য নতুন প্রযুক্তি ব্যবহার করতে চায় ভারত। শনিবার পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলার ফালাকাটাতে এক নির্বাচনী জনসভা থেকে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং একথা জানান। তাঁর অভিযোগ বাংলাদেশিরা অবৈধভাবে পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ করছে।রাজনাথ বলেন, ‘আমরা (ভারত সরকার) এখন সিদ্ধান্ত নিয়েছি যে, প্রযুক্তির ব্যবহার ঘটিয়ে ব্যাপক সুসংহত সীমান্ত ব্যবস্থাপনা প্রক্রিয়ার মধ্যে বাংলাদেশের সাথে আন্তর্জাতিক সীমান্ত সিল করা হবে।’ তাঁর অভিমত এই প্রক্রিয়া শুরু হলে সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশ, চোরাচালান রোধের পাশাপাশি দেশের তার নিরাপত্তা ও সুরক্ষাও নিশ্চিত হবে।

    রাজ্য সরকারের সমালোচনা করে রাজনাথ বলেন, ‘সীমান্তে বেঁড়া দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের পক্ষে বারংবার পশ্চিমবঙ্গ সরকারকে বলা হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত কোন জমি পাওয়া যায়নি।’রাজ্যটির ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের পরিসংখ্যান অনুযায়ী এরাজ্যে সবচেয়ে বেশি সহিংসতার ঘটনা ঘটে। তৃণমূলের শাসনকালে মা-মাটি-মানুষ কেউই সুরক্ষিত নয়।’ তাঁর অভিযোগ, এ রাজ্যে প্রায় শতাধিক বিজেপি কর্মীকে খুন করা হয়েছে এবং তাদের কাউকে রেয়াত করা হবে না। রাজ্যে রাজনৈতিক সহিংসতা এখনি বন্ধ হওয়া উচিত। আর সেই কারণেই ২০২১ সালে এরাজ্যের মানুষ বিজেপি মুখ্যমন্ত্রীকে দেখবে।’

    অন্যদিকে কোচবিহার জেলার মাথাভাঙায় অন্য আরেকটি সমাবেশ থেকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তৃণমূল সরকার এরাজ্যে গণতন্ত্রকে ধ্বংস করছে, রাজ্যের ভাবমূর্তিকে কালিমালিপ্ত করছে। একজন নারী মুখ্যমন্ত্রী হওয়া সত্বেও নারীরা সুরক্ষিত নয়। আমার সন্দেহ হয় যে, রাজ্যের পুলিশ থানাগুলিও সুরক্ষিত আছে কিনা।’

    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !