বিতর্কিত অঞ্চলে ১০০ চীনা জাহাজ মোতায়েন
বিতর্কিত দক্ষিণ চীনা সাগরে নিজেদের অবস্থান আরও শক্ত করেছে বেইজিং। মার্কিন সমরসজ্জার পর এবার অঞ্চলে প্রায় ১০০ জাহাজ মোতায়েন করেছে চীন। ওয়াশিংটনভিত্তিক কৌশলগত ও আন্তর্জাতিক বিষয়ের একটি গবেষণাকেন্দ্র জানিয়েছে, এসব জাহাজ থিটু দ্বীপের দিকে পাঠানো হয়েছে।প্রসঙ্গত, থিটু দ্বীপ ফিলিপাইনের দখলে থাকা একটি দ্বীপপুঞ্জের অংশ যা নিয়ে চীন, তাইওয়ান, মালয়েশিয়া, ফিলিপাইন ও ভিয়েতনামের মধ্যে বিরোধ রয়েছে। যুক্তরাষ্ট্রও দক্ষিণ চীন সাগরে তার সামরিক উপস্থিতি জোরদার করেছে।
জানা গেছে, চীনের এই নৌবহরে যুদ্ধজাহাজ ছাড়াও রয়েছে উপকূলীরক্ষী এবং কয়েক ডজন মাছ ধরার ট্রলার। চীন এ অঞ্চলে ফিলিপাইন সরকারের নির্মাণ তৎপরতা বন্ধ করতেই এসব পদক্ষেপ নিয়েছে বলে ওই সূত্রটি উল্লেখ করেছে।উল্লেখ্য, ২০১৭ সাল থেকে ফিলিপাইন এই দ্বীপে একটি বিমান ঘাঁটি নির্মাণের চেষ্টা করছে। গত বছর এই ঘাঁটি নির্মাণকাজ শেষ হওয়ার কথা ছিল, কিন্তু খারাপ আবহাওয়ার কারণে পুরোপুরি নির্মাণ করা এখনো সম্ভব হয়নি।
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.