ইমাম ছাড়া মুসলিম বন্দীর মৃত্যুদণ্ড কার্যকর
ইমামকে ছাড়াই মৃত্যুদণ্ড কার্যকর হলো যুক্তরাষ্ট্রের অ্যালাবামা অঙ্গরাজ্যের মুসলিম বন্দী ডোমিনিক রয়ের।ডোমিনিক রয়ের আইনজীবীদের আবেদনের পর একটি ফেডারেল কোর্ট মৃত্যুদণ্ডের ওপর স্থগিতাদেশ দেয়। পরে রাজ্য সরকারের আপিলের সাপেক্ষে সুপ্রিম কোর্ট সেই আবেদনটি খারিজ করে দেয়ায় বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) নির্ধারিত সময়ে প্রাণঘাতী ইনজেকশন দিয়ে তার মৃত্যুদণ্ডাদেশ কার্যকর করা হয়।আদালতের কাছে ডোমিনিক রয়ের আবেদন ছিল, তার মৃত্যুদণ্ডাদেশ কার্যকরের সময় যেন খ্রিস্টান যাজক উপস্থিত না থেকে একজন ইমাম উপস্থিত থাকেন। যাতে তিনি নিজের ধর্মের একজন ইমামের কাছ থেকে ধর্মীয় নির্দেশনা পান এবং স্বস্তি অনুভব করতে পারেন। তবে এখানে সাংবিধানিক সমস্যাটি হলো, কোন খ্রিস্টান বন্দীর মৃত্যুদণ্ড কার্যকরের সময় রাজ্যটি সেখানে নিয়মিতভাবে খ্রিস্টান যাজককে উপস্থিত থাকার অনুমতি দেয়। কিন্তু একজন মুসলিম এবং অন্য ধর্মের বন্দিদের ক্ষেত্রে একই সুবিধা দিতে অস্বীকৃতি জানিয়েছে।
এই আবেদনের পর ফেডারেল আদালত সাময়িকভাবে ওই দণ্ডাদেশের কার্যকারিতা স্থগিত করেন। তবে ওই আদেশের বিরুদ্ধে দ্রুত আপিল করে রাজ্য কর্তৃপক্ষ। সুপ্রিম কোর্ট ডোমিনিক রয়ের আবেদনটি খারিজ করে দেয়।পাশাপাশি তার ইমাম ইউসুফ মাইসোনেট ২০১৫ সাল থেকে ওই কারাগারের বন্দীদের ধর্মীয় সেবা দিয়ে আসছেন। ওই ইমামকেই মৃত্যুদণ্ড কার্যকর কক্ষে থাকতে দেয়ার আবেদন করেছিলেন রয়। তবে সেখানে থাকতে না পারলেও ইমাম প্রত্যক্ষদর্শীদের কক্ষে উপস্থিত ছিলেন বলে জানা যায়।১৯৯৫ সালে অ্যালাব্যামা রাজ্যে ১৫ বছরের এক কিশোরীকে ধর্ষণ এবং হত্যার অভিযোগে ডোমিনিক রয়কে ১৯৯৯ সালে মৃত্যুদণ্ড দেয়া হয়।
সূত্র: বিবিসি
Bangladeshi Taka Converter
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.