সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    প্রেমের ঘটনায় মেয়েকে ৩ বছর ঘরে আটকে রাখলেন মা

    Image result for dinajpur map

    দিনাজপুরের নবাবগঞ্জে প্রেমের ঘটনার জের ধরে এক কলেজ ছাত্রীকে ৩ বছর ঘরে তালাবন্ধ করে রাখার অভিযোগ উঠেছে তারই মায়ের বিরুদ্ধে। অসুস্থতার কারণে মেয়েকে ঘরে আটকে রাখা দাবি মায়ের। বিষটি জানতে পেরে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মেয়েটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন এলাকাবাসী।বলার সব ভাষা যেন হারিয়ে ফেলেছেন দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার নয়াপাড়া এলাকার সুরাইয়া আক্তার সুমি। তিন বছর আগে নবাবগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন তিনি।

    কলেজে আসা-যাবার পথেই প্রতিবেশি রাকিউল ইসলামের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান সুমি। বিষয়টি মানতে পারেননি তার মা। পড়াশুনা বন্ধ করে তাকে স্যাঁতসেঁতে অন্ধকার ঘরে আটকে রাখা হয় তিন তিনটি বছর।এতে অনেকটাই মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন ওই তরুণী। নিজ সন্তানের সঙ্গে এমন অমানবিক আচরণ মানতে পারছেন না ক্ষুব্ধ এলাকাবাসী। যদিও অভিযুক্ত মায়ের দাবি, অসুস্থতার জন্য ঘরে আটকে রাখা হয় তাকে।

    এলাকাবাসীরা জানান, আমরা প্রাণ দিয়ে চেষ্টা করেছি, মেয়েটাকে ঘর থেকে বের করতে। কিন্তু বাড়ি যাওয়ার সঙ্গে সঙ্গে বকাবকি শুরু করে।' ভুক্তভোগী সুমির মা বলেন, 'আমার মেয়ে ছোট নয় যে জোর করে আটকে রাখবো। অসুস্থ বলে ঘরে আটকে রেখেছি।' বিষয়টি সম্প্রতি জানাজানি হলে, স্থানীয়দের সহায়তায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মেয়েটিকে উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। চিকিৎসক বলছেন, দীর্ঘদিন স্বাভাবিক জীবনে না থাকায় দেখা দিয়েছে নানা শারীরিক জটিলতা।

    দিনাজপুর নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মশিউর রহমান, 'প্রথমে তার বাবাকে ডাক দেই। পরে তাকে জানায় সে খুবই অসুস্থ। দ্রুত মেয়েটিকে হাসপাতালে ভর্তি করতে বলি। তারা রাজি হচ্ছিলো না। পরে চিকিৎসা করাতে বাধ্য করেছি।'

    উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,দিনাজপুর নবাবগঞ্জ মেডিক্যাল অফিসার আহসান হাবিব ভরেন, 'তার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ স্বাভাবিক করার জন্য মুভমেন্ট করতে বলা হচ্ছে।' মেয়েটিকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে এনে আবারো পড়াশুনা শুরু করতে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন দিনাজপুর নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মশিউর রহমান। রুস্তম আলীর পরিবারে পাঁচ সন্তানের মধ্যে সুরাইয়া আক্তার সুমি দ্বিতীয়।

    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !