সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    তসলিমা নাসরিনের ফেসবুক স্ট্যাটাস

    ডা. আকাশের আত্মহত্যা নিয়ে তসলিমা নাসরিনের স্ট্যাটাস

    ‘আত্মহত্যা করলেই সে মানুষ নির্দোষ এমন ভাবার কোনো যুক্তি নেই। মাথায় অসুখ, সে কারণে অনেকে আত্মহত্যা করে। রাগে জেদে হিংসায় ঘৃণায় হিতাহিত জ্ঞান হারিয়েও কেউ কেউ আত্মহত্যা করে।
    কাউকে খুন করে, অত্যাচার নির্যাতন করে, পালানোর পথ না পেয়ে শাস্তির ভয়ে বা গ্লানিতেও অনেকে করে আত্মহত্যা।
    বাংলাদেশে এক ডাক্তার ছেলে আত্মহত্যা করেছে কারণ তার ডাক্তার বউটি অন্য ছেলেদের সংগে প্রেম করতো, শুতো।
    এতে বড্ড রাগ হয়েছে ছেলের, তাই আত্মহত্যা করেছে। আত্মহত্যা করার মানেই সে তার বউকে খুব ভালোবাসতো, তা প্রমাণ করে না।
    বউ তাকে ছেড়ে চলে যাবে, ডিভোর্স দেবে, বউয়ের এত বড় স্পর্ধা তার সহ্য হয়নি।
    আত্মঅহমিকা অনেক সময় এত অতিকায় হয়ে ওঠে, এতে চির ধরলে মানুষ আত্মহননের পথ বেছে নিতে দ্বিধা করে না।
    ডাক্তার ছেলেটির হাত হয়তো নিশপিশ করছিল বউকে আর বউয়ের প্রেমিকদের খুন করতে, কিন্তু দেশের জনগণ জানবে সে খুনী, জনগণ দেখবে তার ফাঁসি হচ্ছে বা তাকে জেলের ভাত খেতে হচ্ছে যাবজ্জীবন! এই ব্যাপারটি তার ভালো লাগেনি।
    খুন করতে না পারার এই অক্ষমতাও মানুষকে আত্মহত্যা করতে প্ররোচনা দেয়।
    যাকে আমি আমার অধীন রাখতে চেয়েছি, আমার চেয়ে ক্ষুদ্র, আমার চেয়ে তুচ্ছ, আমার চেয়ে মূর্খ না হয়ে যদি সে আমার হাতের মুঠো থেকে বেরিয়ে আমাকেই টেক্কা দেয়, বা আমাকে অবজ্ঞা করে, তাহলে এ জীবন রাখার কোনো মানে নেই।
    ঈর্ষা ভয়ঙ্কর হয়ে উঠলে কী করে মানুষ? হয় হত্যা নয় আত্মহত্যা। কেউ একজন আত্মহত্যা করেছে, সুতরাং সে খুব সৎ ছিল, সরল ছিল, মহান ছিল, মহামানব ছিল – এই ধারণাটি মস্ত ভুল ধারণা।
    কুখ্যাত খুনী হিটলার আত্মহত্যা করেছিল। বহু খুনী , সন্ত্রাসী, আপরাধীই আত্মহত্যা করেছে। বিশ্বাস না হয়, ইতিহাস ঘেঁটে দেখুন।
    আজকাল তো ইতিহাস কেউ ঘাঁটে না। সহজ উপায় বলে দিই, গুগুল করুন, 'মারডারারস হু কমিটেড সুইসাইড', অথবা 'ক্রিমিনালস হু কমিটেড সুইসাইড'। দেখুন লিস্ট কত লম্বা।’

    একটা মেয়ে হয়ে অন্য মেয়েকে মানুষ ব্যাপরে এত জঘণ্য মন্তব্য করতে পারে তা এই সাবেক ব্যাবিচারিনী বা যেনাকারীর দ্বারাই সম্ভব। অাকাশের বউ হয়তো সত্যি পরোক্রিয়া করেছে। কিন্তু তার অপরাধের জন্য সে পুলিশ হেফাজতে। কিন্তু অপরাধ প্রমাণ না হওয়া অাগে কাউকে দোষী বলা উচিৎ কি? তাছাড়া একজন মানুষ যে নিজেকে নব্য বেগম রোকেয়া ভাবেন তিনি কিভাবে একজন মহিলা হয়ে এরকম জঘন্য মন্তব্য করতে পারলেন!
    তসলিমা নাসরিন যে মানসিক ভাবে কতট সুস্থ এ ধরনের মন্তব্য দ্বারাই তা বুঝা যায়। 

    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !