ক্রাইস্টচার্চ হামলা: ইসলাম ধর্ম গ্রহণ করলেন নিউজিল্যান্ডের খেলোয়াড়
ক্রাইস্টচার্চে সম্প্রতি দুই মসজিদে খ্রীষ্টান জঙ্গী ব্রেনটন হ্যারিসন ট্যারেন্টের ভয়াবহ হামলায় শহীদ হন নামাজের জন্য অাসা ৫০ জন মুসল্লি। এ নৃশংস ঘটনায় শোকে কাতর হয়ে পড়ে গোটা বিশ্ব। সেই নির্মমতা হৃদয় ছুঁয়ে যায় নিউজিল্যান্ডের রাগবি খেলোয়াড় ওফা তুঙ্গাফাসির। শুধু স্পর্শ করে যাওয়াই নয়, ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে পড়েন। অবশেষে শান্তির ধর্ম গ্রহণ করলেন তিনি।আগে থেকেই ইসলাম নিয়ে আগ্রহ ছিল তুঙ্গাফাসির। ক্রাইস্টচার্চ ঘটনায় সেই আগ্রহ তুমুল বেড়ে যায়। ওই হামলায় আহতদের দেখতে হাসপাতালে গিয়ে মূলত ইসলাম ধর্মের প্রতি বেশি আকৃষ্ট হন। পরে ধর্মান্তরিত হতেও সময় নেননি। ইতিমধ্যে এ ধর্ম গ্রহণ করে ফেলেছেন তিনি।
ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তুঙ্গাফাসি। শুধু তিনিই নন। তার সতীর্থ সনি বিল উইলিয়ামসের মা লি উইলিয়ামসও এদিন এ ধর্ম গ্রহণ করেছেন।ইসলাম ধর্ম গ্রহণ করে দারুণ উচ্ছ্বসিত তু্ঙ্গাফাসি। কিউই এ রাগবি খেলোয়াড় বলেন, আহত মুসলিম ভাইদের হাসপাতালে দেখার অভিজ্ঞতা অন্যরকম ছিল। আমি তাদের থেকে অনুপ্রাণিত হয়েছি। আমি মোহাম্মদ (সা.) ও আল্লাহকে বিশ্বাস করেছি।
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.