তুরাগে উচ্ছেদ অভিযান ‘মাছ ধরা উৎসবে’ পরিণত!
আইডব্লিউটিএ’র উচ্ছেদ অভিযানের ২৩তম দিন রূপ নিয়েছে মাছ ধরা উৎসবে। এদিন তুরাগ পাড়ের কাউন্দিয়ায় নদী দখল করা খালের বাঁধ কেটে দখলমুক্ত করে তা নদীর সঙ্গে সংযুক্ত করে দেয় সংস্থাটি। এরপরই খালে আটকা থাকা অজস্র মাছ ধরতে নেমে পড়েন স্থানীয়রা। বিআইডব্লিউটিএ জানিয়েছে, খাল আটকে মাছ চাষের মাধ্যমে প্রাথমিকভাবে নদী দখল করে দখলদাররা।শত শত গ্রামবাসী একই সঙ্গে মাছ ধরতে ব্যস্ত। কেউ জাল দিয়ে, কেউ আবার ট্যাটা বা পলো দিয়ে মাছ ধরছেন। কোনো কিছু না পেয়ে অনেকে হাড়ি পাতিল নিয়েই নেমে পড়েছেন। যেন মাছ ধরার উৎসব।
মূলত ঢাকার চারপাশের নদী দখলমুক্ত করার চলমান অভিযানে বুধবার সাভারের কাউন্দিয়ায় পুরনো একটি খাল উদ্ধার করে নদীর সঙ্গে যুক্ত করলে এ পরিবেশ সৃষ্টি হয়। খাল আটকে চাষ করা বিভিন্ন প্রজাতির মাছ ধরতে নেমে পড়েন নারী পুরুষ শিশু বৃদ্ধ সবাই।একজন বলেন, পুকুরের মাছ নদীতে চলে আসে। হাত দিয়ে চেপে মাছ ধরেছি।আরেকজন বলেন, কার্প, তেলাপিয়া, শৈল, পুঁটি, টাকি এরকম নানান ধরনের মাছ পাওয়া গেছে।ঢাকার আশপাশে বৃষ্টির মধ্যে এমন মাছ ধরার উপলক্ষ্য পেয়ে আনন্দিত গ্রামবাসীও।একজন বলেন, এরকম পরিবেশে ঢাকা শহরে মাছ পাওয়া যায় না। আজকে মাছ পেলাম খুশিই লাগছে।বিআইডব্লিউটিএ জানিয়েছে, নদীর পাশাপাশি ধীরে ধীরে ঢাকার চারপাশের খালগুলোও ফিরিয়ে আনা হবে।
বিআইডব্লিউটিএ'র যুগ্ম পরিচালক (বন্দর) এ কে এম আরিফ উদ্দিন বলেন, একটি স্বার্থান্বেষী মহল তারা মাছের চাষ করছিল। এখানেই কিন্তু থেমে থাকতো না। তারা এখানে দখল করে অবৈধ স্থাপনা তৈরি করতো। জালের মতো যে খাল ছিল, সেগুলোর মুখ আমরা অবমুক্ত করার চেষ্টা করছি।বৃহস্পতিবার শেষ হচ্ছে বিআইডব্লিউটিএ’র দ্বিতীয় পর্যায়ের উচ্ছেদ অভিযান।
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.